“ভোটের পর সরকার চালাবো দিলীপ ঘোষ আর আমি”, শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিলেন কুনালও

বিজেপি সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী

খড়দহ: শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দফায় দফায় ভোটগ্রহণ। প্রথম দফা শেষের পর এবার দ্বিতীয় দফায় রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রামের ভোট।তৃণমূল হোক বা বিজেপি,নীলবাড়ি দখলের লড়াইয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে দুই দলই। এ রাজ্যে গেরুয়া দল ক্ষমতায় এলে কেমন হবে তার শাসকাঠামো? রাজ্যের ক্রমবর্ধমান নির্বাচনী উত্তাপের মাঝেই এবার সেই প্রশ্নের উত্তর দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

এ রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে সে সরকার চালাবেন দিলীপ ঘোষ আর সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী, এদিন এমনটাই জানালেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। এ রাজ্যে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর ন ম ঘোষণা করেনি বিজেপি। আর তাই তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। যদি নির্বাচনে মানুষ গেরুয়া শিবিরের পক্ষে রায় দেয়, তাবে কার হাতে যাবে এ রাজ্যের শাসনক্ষমতা। এদিন দলীয় জনসভায় প্রচার চালাতে গিয়ে যেন তারই ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। 

ঠিক কী বলেছেন অধিকারী পরিবারের মেজো ছেলে? খড়দহের সভা মঞ্চ থেকে এদিন তিনি বলেন, “মোদীজি আমাকে কীভাবে উৎসাহ দিচ্ছেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কথা বলার সুযোগ দিচ্ছেন। স্নেহ করছেন।” এরপরেই সরকার চালানোর কথা বলেন তিনি। তাঁর কথায়, “আগামী দিনে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হবে, তা দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীরাই চালাবে। আপনাদের যা অভাব অভিযোগ তা ভারতীয় জনতা পার্টির সরকারই পূরণ করতে পারবে।”

শুভেন্দু অধিকারীর এহেন বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, “নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ধরণের কথা বলা হচ্ছে বিজেপি কর্মীদের মধ্যে মনোবল কোনোক্রমে জিইয়ে রাখার জন্যেই।” বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব নিয়েও এদিন মুখ খোলেন কুনাল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 11 =