‘পচা কুকুর যদি বাড়ির সামনে ফেলে দিই?’ বিজেপির মৃতদেহ বিক্ষোভকে কটাক্ষ মমতার

‘পচা কুকুর যদি বাড়ির সামনে ফেলে দিই?’ বিজেপির মৃতদেহ বিক্ষোভকে কটাক্ষ মমতার

কলকাতা: গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মগরাহাটের মৃত বিজেপি নেতা মানস সাহার মরদেহ নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। এই প্রতিবাদের নেতৃত্বাধীন ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল ছাড়াও সাংসদ অর্জুন সিং সহ আরও অনেকে। তারা প্রথমে মানস সাহার দেহ নিয়ে কেওড়াতলার দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ঘুরে যান। সেখানে ব্যাপক গণ্ডগোল হয়। এই মৃতদেহ নিয়ে বিক্ষোভ প্রদর্শনকে চরম কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলেন, ‘পচা কুকুর যদি বাড়ির ফেলে দিই?’

আরও পড়ুন- ‘বাবুল একা নয়, এখনও কিছু বিশ্বাসঘাতক পড়ে রয়েছে,’ বিস্ফোরক তথাগত রায়

এদিন এক জনসভা থেকে বিজেপির এই মৃতদেহ নিয়ে মিছিলকে নিশানা করে মমতা বলেন, ”আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি? ভাল হবে! পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসব। ১০ দিন খেতে পারবে না গন্ধে।” তিনি বিজেপিকে একহাত নিয়ে আরও বলেছেন, ওরা বদমায়েশি ছাড়া আর কিছু করতে পারে না। বিজেপি পাশবিক। উল্লেখ্য, এই মিছিল-প্রতিবাদকে ইস্যু করেই ডিসি সাউথের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। দাবি করা হয়েছে যে, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে! তাঁর হাত ধরে টেনেছেন ডিসি সাউথ।

আরও পড়ুন- মানুষের টাকা নিয়ে চুপচাপ বসে থাকব না! স্পষ্টবক্তা বাবুল

এই প্রেক্ষিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে গেরুয়া বাহিনী। অন্যদিকে, খোদ প্রিয়াঙ্কা ‘প্রমাণ’স্বরূপ ছবি পোস্ট করেছেন। এই ইস্যুতে উত্তাল শহর তথা রাজ্যের রাজনীতি। যখন মানস সাহার দেহ নিয়ে কেওড়াতলার দিকে যাচ্ছিল বিজেপির মিছিল, তখন হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ঘুরে যায় সেটি। তাঁদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ আনে পুলিশ। ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বিজেপির অভিযোগ, এই সময়ই প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অন্যান্য মহিলা নেতৃত্বকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *