মানুষের টাকা নিয়ে চুপচাপ বসে থাকব না! স্পষ্টবক্তা বাবুল

মানুষের টাকা নিয়ে চুপচাপ বসে থাকব না! স্পষ্টবক্তা বাবুল

কলকাতা: দিন বদলেছে বাবুল সুপ্রিয়র। ‘মোদীভক্ত’ বাবুল এখন টুইটারে ছবি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। বাংলার রাজনীতির হয়তো সব থেকে বড় দলবদল এটি, অনেকে এটাও বলছেন। কিন্তু বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম থেকেই বলছেন, কাজের সুযোগ পেয়েছেন তিনি, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি। এবার নাকি মন খুলে কাজ, মন খুলে গানও গাইতে পারবেন। এর পাশাপাশি বাবুল আরও জানিয়ে দিলেন যে, মানুষের টাকা বেতন হিসেবে নিয়ে তিনি শুধু চুপ করে বসে থাকবেন না। কাজ করবেন। কাজ না করে টাকা নেবেন না। 

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীকে অনির্বাচিত রাখাই প্রধান লক্ষ্য’, প্রার্থী না দিয়ে ঘোষণা শুভেন্দুর

এদিন এক নেটাগরিকের টুইটের উত্তর দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয় জানিয়েছেন, বাংলার তিনি কীভাবে লড়াই করেছেন, কাজ করেছেন তা প্রমাণ হিসেবে, রেকর্ড হিসেবে রয়েছে। আর গুজরাটের মন্ত্রীদের নিদর্শন তুলে ধরে তিনি বলেছেন, পদ থেকে সরিয়ে দেওয়ার আগে তারা কী কাজ করেছেন সেটাও সবাই জানেন। তাই বাবুলের স্পষ্ট বক্তব্য, মানুষের টাকা বেতন হিসেবে নিয়ে তিনি শুধু চুপ করে বসে থাকবেন না। কাজ করবেন। কাজ না করে একটা টাকাও নেবেন না তিনি। যে টুইটের প্রেক্ষিতে বাবুল এই কথা লিখেছেন, সেই টুইটে তাঁকে আক্রমণ করে এক নেটিজেন বলেছে যে, তিনি নিজের সুবিধা আর লাভের জন্য এই দলবদল করেছেন। তাঁকে ধিক্কার জানিয়েছে ওই নেটাগরিক। 

আরও পড়ুন- ভয়েস টেস্ট নিয়ে হাইকোর্টে খারিজ মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিং-এর আবেদন

প্রসঙ্গত, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বাবুল জানিয়েছিলেন, ”অন্য কোথাও থেকে আসার পর এতটা ভালোবাসা পেলে সত্যিই ভালো লাগে৷ অভিষেক ও দিদির উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত৷ আমার উপর তাঁরা ভরসা দেখিয়েছেন৷ তাঁর মর্যাদা রাখব৷ আগামী দিনে আশা করি ভালো কাজ করব৷” তবে দলে তাঁর ভূমিকা ঠিক কী হবে, সেই প্রশ্নের উত্তর এদিনও এরিয়ে যান বাবুল৷ বলেন, ”সেটা বলার এক্তিয়ার আমার নেই৷ সে বিষয়ে দিদি এবং অভিষেক বলতে পারবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *