‘মুখ্যমন্ত্রীকে অনির্বাচিত রাখাই প্রধান লক্ষ্য’, প্রার্থী না দিয়ে ঘোষণা শুভেন্দুর

‘মুখ্যমন্ত্রীকে অনির্বাচিত রাখাই প্রধান লক্ষ্য’, প্রার্থী না দিয়ে ঘোষণা শুভেন্দুর

কলকাতা:  মানস ভুঁইযার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ আগামী ৪ অক্টোবর হবে ভোট গ্রহণ৷ কিন্তু রাজ্য রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবে না বিজেপি৷ সোমবার টুইট করে দলের তরফে সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- সিবিআই হাজিরা এড়ালেন মানস, ‘দোষ চাপালেন’ বৃষ্টির ঘাড়ে

সোমবার টুইট করে শুভেন্দু লেখেন, ‘বাংলায় রাজ্যসভা ভোটে কোনও প্রার্থী দেবে না বিজেপি। কারণ নির্বাচনের ফল পূর্বনির্ধারিত। অনির্বাচিত মুখ্যমন্ত্রীকে অনির্বাচিত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। জয় মা কালী।’ এদিকে ২২ অক্টোবর রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷ বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে সবং কেন্দ্র থেকে জিতে আসার পরেই রাজ্যসভার আসনটি ছেড়ে দেন মানস ভুঁইয়া৷ তিনি এখন রাজ্যে জল সম্পদমন্ত্রী৷

এদিকে তাঁর আসনে সদ্য দলে যোগ দেওয়া সুস্মিতা দেবকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস৷ এই আসনে প্রার্থী দেবে না বিজেপি৷ এদিন তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভবানীপুরের উপনির্বাচন এবং বাকি দুটি আসনের ভোটই বিজেপি’র মূল লক্ষ্য৷ রাজ্যসভাপর ভোট নিয়ে মাথা ঘামাচ্ছে না বিজেপি৷ ফলে সুস্মিতা দেবের জয় যে নিশ্চিত, তা নিয়ে কোনও সংশয় নেই৷ 

আরও পড়ুন- আম্পান তদন্ত রিপোর্ট ‘আইওয়াশ’! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? প্রশ্ন হাইকোর্টের

উল্লেখ্য, ভোটের আগে রাজ্যসভার আসন ছেড়েছিলেন দীনেশ ত্রিবেদীও৷ ওই আসনে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার জহর সরকারকে প্রার্থী করে তৃণমূল৷ ওই আসনেও প্রার্থী দেয়নি বিজেপি৷ তারই পুনরাবৃত্তি ঘটল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 9 =