‘ঘরের দুয়ারে সাপ, বাঘ লুকিয়ে থাকে, ঢুকতে দেওয়া যাবে না’, সতর্কবার্তা মমতার

‘ঘরের দুয়ারে সাপ, বাঘ লুকিয়ে থাকে, ঢুকতে দেওয়া যাবে না’, সতর্কবার্তা মমতার

গড়বেতা: নন্দীগ্রামের ঘটনায় আহত হওয়ার পর চলতি সপ্তাহের সোমবার থেকেই ফের একবার নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে থেকে একের পর এক জায়গায় জনসভা করছেন তিনি। আজ তিনি সভা করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রে। সেখানে বিজেপির সঙ্গে সাপের তুলনা টানলেন তিনি। সেই প্রেক্ষিতেই সাধারণ মানুষকে পরামর্শ দিলেন, সতর্ক থাকতে হবে যাতে এরা ঘরের ভেতর ঢুকে পড়ে।

এদিন মমতা বলেন, ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ লুকিয়ে থাকে, তাদের কিন্তু ঘরে ঢুকতে দেওয়া যাবে না এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অবশ্য ভাবে বিজেপিকে ইশারা করে তিনি এই মন্তব্য করেছেন তা বলাই বাহুল্য। এর পাশাপাশি মমতা আরো বলেন, ঘূর্ণিঝড়ের সময় বিজেপির কাউকে কোথাও দেখা যায়নি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এসেছিলেন অনেক পরে। কিন্তু এখন যেহেতু নির্বাচন তাই টাকা নিয়ে বিজেপির নেতারা একে একে রাজ্যে চলে এসেছে। জনসভায় আগত মা-বোনদের উদ্দেশ্যে মমতা মন্তব্য করেন, বিজেপির মত লুটেরা বাহিনী যখন ভোট চাইতে আসবে, তখন যেন তারা হাতা-খুন্তি নিয়ে তেড়ে যান। এর পাশাপাশি সিপিএমকেও আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। বলেন, বিজেপি জঞ্জালের পার্টি আর এখন সিপিএমের হার্মাদ গুলো সেখানে গেছে। জোচ্চুরির কারখানা যদি জব্দ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে।

আরও পড়ুন- ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আহত ৩ 

বিজেপিকে এক হাত নিয়ে মমতা আরো মন্তব্য করেন, যারা বলছে যে বাংলায় কিছুই হয়নি তাদের মনে করিয়ে দিতে হবে যে, বাংলায় ৪০ শতাংশ দারিদ্র্য কমেছে। এই প্রসঙ্গে তিনি বিজেপিকে একটি সর্বনাশা রাজনৈতিক দল বলে তোপ দাগেন। মন্তব্য করেন, বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক এনে বিজেপি ভয় দেখাচ্ছে রাজ্যে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর সঙ্গে গতকালের ঘোষিত ইস্তেহারের প্রসঙ্গে মমতা মনে করিয়ে দেন, দ্বাদশ শ্রেণিতে উঠলে ১০ হাজার টাকা অথবা ট্যাব দেওয়া হবে। ৫ লক্ষ কর্মসংস্থান হবে। এদিকে ক্ষমতায় এলে কৃষকবন্ধু প্রকল্পে বছরে ১০ হাজার টাকা করে মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *