যারা গদ্দার, মীরজাফর, তারা আজ বিজেপি প্রার্থী! দলবদলুদের তোপ মমতার

যারা গদ্দার, মীরজাফর, তারা আজ বিজেপি প্রার্থী! দলবদলুদের তোপ মমতার

134f1b4dfb8cf935b458be386d2d08fb

এগরা: গত সোমবার থেকে পরপর জেলা সফর শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে আহত হওয়ার পর এখন আপাতত উইল চেয়ারে বসেই সব জায়গায় ভাষণ দিচ্ছেন তিনি। তবে শরীর খানিকটা দুর্বল থাকলেও মেজাজ এতোটুকু দুর্বল নেই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থীর। আজ এগরায় জনসভা করে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একদিকে যেমন বিজেপিকে আক্রমণ করলেন তিনি, অন্যদিকে যারা দল বদল করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাদেরও একহাত নিলেন মমতা।

এদিন জনসভায় বক্তৃতা দিয়ে তিনি বলেন, যারা আদতে গদ্দার এবং মীরজাফর, আজ তারা বিজেপি শিবিরে নাম লিখিয়ে প্রার্থী হয়েছে। আর বিজেপির যারা পুরনো নেতা তারা আজ ঘরে বসে কাঁদছে। মমতার কথায়, সিপিএমের কিছু হার্মাদ এবং তৃণমূল কংগ্রেসের কিছু চোর-চিটিংবাজ এখন বিজেপি শিবিরে নাম লিখিয়ে সবার ওপর ছড়ি ঘোরাচ্ছে। জনসভায় আগত সকলকে বার্তা দিয়ে মমতা একপ্রকার সতর্ক করে বলেন, বাংলায় কেউ বিজেপিকে ভোট দিলে আর বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলে মা-বোনেরা বাড়ি থেকে বেরোতে পারবে না। কারণ বিজেপিতে যারা মহিলা রয়েছেন তারা নিজেরাই সুরক্ষিত নয়। বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এবং তার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে বলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, বিজেপি যদি একবার বাংলায় চলে আসে তাহলে সেটাই সবচেয়ে বড় আঘাত হয়ে যাবে। কারণ ওরা মুখে মুখে হরি নাম বলে কিন্তু পেছনে ডাকাতি করে। তাই কোনভাবেই বাংলায় ওদের জায়গা দেওয়া যাবে না বলে স্পষ্ট করেন তিনি। 

আরও পড়ুন- বায়ুদূষণে বিশ্বের ৩ নম্বরে ভারত, সমীক্ষা রিপোর্টে বাড়ছে উদ্বেগ

তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, বিজেপি মনে করছে কিছু গাদ্দার নিয়ে এসে বাংলার মানুষের উপর অত্যাচার করবে। কিন্তু সেটা তিনি কখনোই হতে দেবেন না। মমতার হুঁশিয়ারি, তিনি এতদিন অন্ধ ভালোবাসা দিয়ে এসেছেন কিন্তু এখন এক ইঞ্চি জমি পর্যন্ত ছাড়বেন না। একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে দাঙ্গাবাজদের সরকার বলে ফের একবার আক্রমণ করেন তিনি। এই প্রসঙ্গে মমতা বিজেপির তিনটে ‘গুণ’ স্পষ্ট করে দেন সকলের কাছে। তার কথায়, যারা শুধুমাত্র লুট, দাঙ্গা এবং মানুষ খুন করে তাদের একটাও ভোট দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *