‘কে কার পক্ষে-বিপক্ষে দেখার দরকার নেই’! মহুয়াকে ধমক মুখ্যমন্ত্রীর

‘কে কার পক্ষে-বিপক্ষে দেখার দরকার নেই’! মহুয়াকে ধমক মুখ্যমন্ত্রীর

নদিয়া: কলকাতা পুরভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে৷ আগামী দুই-তিন মাসের মধ্যেই বাকি জেলাগুলিতেও পুরভোট করা হবে৷ কিন্তু এরই মধ্যে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে গোষ্ঠী কোন্দল৷ কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক থেকে সাংসদ মহুয়া মিত্রকে কড়া বার্তা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- কোনও পদক্ষেপ নয়! হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি মিঠুনের

এদিন একেবারে নাম নিয়ে মহুয়া মিত্রকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো৷ ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মহুয়া এখানে আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই।  কে কার পক্ষে-বিপক্ষে সেটা দেখার প্রয়োজন নেই৷ সাজিয়ে গুজিয়ে কিছু লোক পাঠিয়ে, ইউটিউবে, ডিজিটালে বা খবরের কাগজকে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়৷ আর একই লোক চিরদিন এক জায়গায় থাকবে সেটা মেনে নেওয়াটাও ঠিক নয়৷’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যখন নির্বাচন হবে তখন দল ঠিক করবে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে নয়৷ এখানে মতপার্থক্যের জায়গা নেই৷ সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে৷’’  

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর বৃহস্পতিবার প্রথমবার নদিয়াতে প্রশাসনিক বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লোকসভা ভোট জিতে সাংসদ হওয়াক পর থেকেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে বেশ কিছু জায়গায় জেলা নেতৃত্বের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল। সেই বিষয়টি  সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। অন্যদিকে, নদিয়ায় বিধানসভা ভোটে তৃণমূলের ফল নিয়েও খুশি নয় দলীয় নেতৃত্ব৷ এদিন সরাসরি সতর্ক করলেন দলনেত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =