কলকাতা: চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বক্তব্যকে ঘিরে মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়। তিনি নির্বাচনী ভাষণে ব্যবহার করেন তাঁর ছবির সংলাপ, “মারবো এখানে লাশ পরবে শ্মশানে।” সেই সংলাপকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলা থেকেই অব্যাহতি চাইতে হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন। আজ আদালতের রায়ে স্বস্তি মিলেছে অভিনেতার। এই মামলায় মিঠুনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ এই রায় দিয়েছে।
এই রায় দিয়ে আদালত জানিয়েছে, এখন অনেক সিনেমা জগতের মানুষ রাজনীতি করেন। প্রচারে অনেক সময় নিজের ছবি সংলাপ বলে মানুষের মনোরঞ্জন করে থাকেন। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। আর এই কথা মিঠুন চক্রবর্তী নিজেই স্বীকার করে নিয়েছেন, তাই এর মধ্যে ‘হিংসা’র কিছু নেই। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এমনটাই। তাই বড় রকমের স্বস্তি পেলেন অভিনেতা মিঠূন চক্রবর্তী। এর আগে এই মামলার শুনানিতে আদালত জানিয়েছিল, জনপ্রিয় ডায়লগে হিংসা ছড়ায় না। শোলের আমজাদ খানের উক্তি থেকে আজ পর্যন্ত হাজার হাজার জনপ্রিয় সিনেমা ডায়লগ তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তী ডায়লগটিও জনপ্রিয়।
আসলে মিঠুনের বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্র থেকে শুরু করে উস্কানিমূলক মন্তব্য, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর অভিযোগ করা হয়েছিল এবং এই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে মিঠুন চক্রবর্তীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে পুলিশ। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন তাদের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিকবার একাধিক জায়গায় নিজের সিনেমার সংলাপ ব্যবহার করেছিলেন তিনি।