কার কত শক্তি দেখা যাবে, পিএসিতে মুকুলকে সমর্থন করব! স্পষ্ট জানালেন মমতা

কার কত শক্তি দেখা যাবে, পিএসিতে মুকুলকে সমর্থন করব! স্পষ্ট জানালেন মমতা

28fc5dece93dc19b955bac3b5934ea16

কলকাতা: বিধানসভার পিএসসি কমিটি নিয়ে ইতিমধ্যেই বিরোধিতার জায়গা তৈরি হয়েছে। কারণ মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বিজেপি ছেড়ে শাসক শিবিরে যোগ দেওয়া মুকুল রায়। তাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে এবং এই মনোনয়ন প্রসঙ্গে মুকুল রায়ের ব্যাপক বিরোধিতা করেছেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে পিএসিতে মুকুল রায়কে সমর্থন করবেন তাঁরা।

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মনোনয়ন যে কেউ জমা দিতে পারেন। যিনি জমা দিয়েছেন তিনি মুকুল রায় বিজেপি দলের সদস্য। অসুবিধার কী আছে? তাঁকে তো কালিম্পং থেকে বিনয় তামাংদের দলও সমর্থন দিয়েছে। আর আমরাও সমর্থন দেবো।” তিনি এই বিষয়ে আরো বলেন, কার কত শক্তি আছে তা দেখা যাবে। কমিটির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে বিধানসভার অধ্যক্ষের এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। যদি ভোটাভুটি হয় তাহলে তারাই জিতবেন বলে আত্মবিশ্বাসী মমতা। এই প্রসঙ্গে তিনি বলেন, মানুষের ভোটে জিতে এসেছেন এবং সেই ভোটকে কাজে লাগিয়েই তিনি যাকে ইচ্ছা তাঁকে জেতাবেন।

আরও পড়ুন- রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা

উল্লেখ্য, বিধানসভার পিএসি কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কমিটিতে থাকে কুড়ি জন সদস্য। সদস্যদের মধ্যে ১৩ জন সরকারের তরফে এবং বাকি ৭ জন থাকেন বিরোধী দলের পক্ষ থেকে। সম্প্রতি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। তাই বিজেপির তরফে তাঁর নাম তালিকায় নেই। এদিকে এখনো পর্যন্ত যেহেতু মুকুল রায় বিজেপি বিধায়ক তাই সরকারের তরফেও তাঁর নাম থাকার কথা নয়। কিন্তু সূত্রের খবর বিরোধী দলের পক্ষ থেকে মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান চাইছিল সরকার। তবে এখন সেটা সম্ভব নয় কারণ তিনি বিজেপি ছেড়ে শাসক শিবিরে যোগ দিয়েছেন। তাই এখন তিনি আলাদা ভাবে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *