কেশিয়াড়ি: পরপর জেলা সফর করে একের পর এক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আঘাত নিয়ে হুইলচেয়ারে বসে ভাষণ দিলেও সেই বক্তব্যের ঝাঁঝ এতটুকু কমেনি আগের থেকে। এদিন কেশিয়াড়ি থেকে জনসভা করে বিজেপিকে এক হাত নিয়ে তিনি মন্তব্য করলেন, ওরা জানে না যে মমতা ব্যানার্জি মানুষের এনার্জি! তিনি পালিয়ে যাবেন না কখনো।
মমতার বক্তব্য, বিজেপি জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাহারাদার। দুর্দিনে পাশে থাকে। করোনাভাইরাস পরিস্থিতিতে বিজেপির কাউকে রাজ্যে দেখা যায়নি, ওদিকে ঘূর্ণিঝড়ের সময়ও তাদের টিকির দেখা মেলেনি। এই প্রসঙ্গেই মমতার স্পষ্ট বক্তব্য, বিজেপি জানে না মমতা ব্যানার্জি মানুষ ব্যানার্জি। তিনি আরো বলেন, সাধারণ মানুষের সুখে এবং দুঃখে থাকে তৃণমূল কংগ্রেস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ঘরের মেয়ে। সাধারণ মানুষের পাহারাদার তিনি। তাই মমতাকে চাইলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে বলে এদিন স্পষ্ট করেন তিনি। এর পাশাপাশি বিজেপি এবং সিপিএমকে একযোগে আক্রমণ করেন তিনি। মন্তব্য করেন, বাংলায় বিজেপির দর্শন হলো সিপিএম। ওদের ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না। এক্ষেত্রে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে ফের একবার জগাই-মাধাই-গদাই বলে আক্রমণ করেন মমতা।
আরও পড়ুন- ভোট এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি! গড়বেতায় খুনও কমেছে, তথ্য দিলেন মমতা
এদিকে আজ ফের একবার বিজেপিকে মিথ্যাচারের দল বলে কটাক্ষ করেন তিনি। মন্তব্য করেন, বিহারের নির্বাচনের সময় তারা বলেছিল সকলকে বিনা পয়সায় করোনাভাইরাস টিকা দেবে। কিন্তু এখন কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেলেও বিহারের কেউ টিকা পাননি। একই সঙ্গে মমতার আক্রমণ, অসম, দিল্লির দাঙ্গায় অজস্র লোককে খুন করেছে বিজেপি। ওরা খুনিদের মাস্টার। তিনি আরো বলেন, বিজেপির বহিরাগত গুণ্ডারা বাংলা চালাবে না। বাংলার মা-বোনেরা বাংলা শাসন করবে। ধর্ম অনেক আছে। তবে মানবধর্ম ভুললে চলবে না, মনে করান তিনি।