সরকার মানবিক, জেনেশুনে কোনও অন্যায় করিনি! বললেন মুখ্যমন্ত্রী

সরকার মানবিক, জেনেশুনে কোনও অন্যায় করিনি! বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: আলিপুর আদালতে শ্রী অরবিন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জানান, আলিপুরের ক্রিমিনাল কোর্টের জন্য বরাদ্দ হয়েছে ৪৫ কোটি টাকা। এছাড়া বলেন, কলকাতা হাইকোর্টকে নতুন বাড়ি করে দেওয়া হয়েছে, ১০ একর জমিও দেওয়া হয়েছে রাজারহাটে। তবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, রাজ্য সরকার আর্থিক অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন- চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে জোর, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে পদক্ষেপ

এদিনের এই অনুষ্ঠানের চাকরি চলে যাওয়া ইস্যু নিয়ে তো বটেই, পূর্বতন সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধী নেত্রী থাকাকালীন তিনি দেখেছেন সরকারি চাকরিজীবীরা সঠিক সময়ে বেতন পেতেন না, পেনশন পেতেন না। এখন কিন্তু সরকার মাসের ১ তারিখ মাইনে ঠিক দেয়। আগের সরকারের বিপুল ধারও এই সরকার যথাসম্ভব মিটিয়েছে এবং ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন দিচ্ছে। এছাড়া ডিএ নিয়েও তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে এমন হয় না। কেন্দ্রীয় স্কুলের শিক্ষকরা আলাদা বেতন পান, রাজ্যের স্কুলের শিক্ষকরা আলাদা বেতন পান।