প্রচণ্ড জেলাসি! আমাকে হিংসে করা বলেই রোমে যেতে দিল না, তোপ মমতার

প্রচণ্ড জেলাসি! আমাকে হিংসে করা বলেই রোমে যেতে দিল না, তোপ মমতার

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার৷ ভবানীপুরের ৬৩ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মমতা৷ তিনি বলেন, ‘‘ প্রধানমন্ত্রী স্পেশাল পারমিশন নিয়ে বিদেশে গেলেন৷ অথচ আমাকে যেতে দেওয়া হল না৷’’ এর পরেই কটাক্ষ করে তিবি বলেন, প্রচণ্ড জেলাসি৷ আমাকে হিংসে করে বলেই যেতে দেওয়া হল না৷ 

আরও পড়ুন- ‘বিজেপি, সিপিএম কর্মীরা সম্মানের সঙ্গে রাজনীতি করতে পারবে না, এটাই তালিবানিকরণ’

তিনি বলেন, বিশ্বশান্তি নিয়ে রোমে একটি অনুষ্ঠান রয়েছে৷ দু’মাস আগে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছে৷ দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলাম৷ সেখানে থাকবেন পোপ, মিশরের ইমাম, ইতালির প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর৷ ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ইতালি সরকার আমাদের স্পেশাল পারমিশন দিয়েছিল৷ কিন্তু কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়ে বলা হল, মুখ্যমন্ত্রীর যাওয়া ঠিক নয়৷ কেন্দ্রীয় সরকার যেতে দিল না৷ আমি বিদেশ যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি না৷ আমি কোথাও যেতে চাইলেই বাধা দেয়৷ অথচ বিজেপি’র লোকেরা যখন যেখানে যেতে চান যেতে পারেন৷ ভোটের সময় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন৷ প্রধানমন্ত্রী স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকা চলে গেলেন৷ অথচ কত ছাত্রছাত্রী বিদেশে পড়তে যেতে পারল না৷ উনি দেশের জন্য গিয়েছেন, তাতে আমাদের আপত্তি নেই৷ কিন্তু আমাকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হল না কেন?  প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় মুখ্যমন্ত্রীর কুনমিং সফর বাতিল হয়ে গিয়েছিল। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =