‘মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আমাকে আমন্ত্রণ করা হয়নি, করলে যেতাম,’ দাবি মমতার

‘মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আমাকে আমন্ত্রণ করা হয়নি, করলে যেতাম,’ দাবি মমতার

কলকাতা:  হাইকোর্টের পর্যবেক্ষণ ও ভর্ৎসনার পরেই গতকাল নড়েচড়ে বসে কমিশন৷ শেষ দু’দফায় নির্বাচনী প্রচারে জারি করা হয় নিষেধাজ্ঞা ৷ সমস্ত রোড শো, মিছিল, বাইক ও সাইকেল ব়্যালির উপর নিষেধাজ্ঞা জারি করে কমিশন৷ এর পরেই আজ সাংবাদিক বৈঠক থেকে কোভিড নিয়ে মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একহাত নিলেন কমিশনকেও৷ 

আরও পড়ুন- করোনার মহা-প্রলয় রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের

এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যেই আজ ভারতের কোভিড পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে৷ গত ৭ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন একটি সভা থেকে বলেছিলেন, করোনা বিদায়ের পথে দেশ৷ কোনও বিশেষজ্ঞের রিপোর্ট ছাড়াই এই মন্তব্য করেছিলেন তিনি৷ অখচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ থেকেই বারবার অক্সিজেনের পরিকল্পনা তৈরি করতে বলে আসছিল৷ তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, এর পরেও কেন্দ্রীয় সরকার কিন্তু কোনও বৈঠকে রাজ্যগুলির কাছে এ কথা বলেননি৷ মমতা বলেন, ‘‘আজও উনি বৈঠক করছেন৷ কিন্তু আমাদের আমন্ত্রণ জানানো হয়নি৷ আমন্ত্রণ জানালে নিশ্চই যেতাম৷ যে ১০টি রাজ্যে বেশি মাত্রায় কোভিড হয়েছে, শুধু তাঁদেরই ডাকা হয়েছে৷’’ 

তিনি বলেন, বর্তমানে রাজ্যে বাইরের ২ লক্ষ পুলিশ ফোর্স রয়েছে৷ এর উপর বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে নেতা রাজ্যে এসেছেন৷ তাঁদের সঙ্গে সঙ্গে ভিড় জমিয়েছে লক্ষাধিক বহিরাগত৷ তাঁদের কারোরই আরটি-পিসিআর হয়নি৷ তাঁরা যে রাজ্যে কোভিড ছড়াচ্ছেন না, সেটা জোড় দিয়ে বলা যায় না৷ তিনি আরও বলেন, মানুষের স্বার্থে নির্বাচন কমিনের উচিত ছিল তিন দফার ভোট একসঙ্গে করে দেওয়া৷ ৮ দফার জায়গায় ৫ দফায় ভোট হলে কী ক্ষতি হত? প্রশ্ন তাঁর৷ 

আরও পড়ুন- ভর্ৎসনার পরই পদক্ষেপ কমিশনের, মিটিং-মিছিল বন্ধ নিয়ে হলফনামা পেশ হাইকোর্টে

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপি’র কথা শুনে চলে৷ কালকে হঠাৎ করে মিটিল-মিছিল বাতিল করা হল৷ এর আগেই এই সিদ্ধান্ত নিতে পারত কমিশন৷ কিন্তু প্রধানমন্ত্রীর সভা ছিল বলে তা করা হয়নি৷ প্রধানমন্ত্রী তাঁর সভা বাতিল করার পরই রাত্রিবেলা সমস্ত ব়্যালি, রোড শো বন্ধের কথা ঘোষণা করা হল৷ তিনি বলেন, বিকেলে এই নির্দেশ পেলে আরও দুটি সভা করতে পারতাম৷ কিন্তু আমাদের আগে থেকে কিছুই জানানো হয় না৷ তবে জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =