কলকাতা: রাজ্যের দৈনিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে৷ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬ সদস্যের এই কমিটি প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতির উপর নজর রাখা ছাড়াও সংক্রমণে রাস টানতে সব সরকারি বিধি মেনে চলা হচ্ছে কিনা সেই দিকটিও দেখভাল করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷
আজ জেলাশাসকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেম রাজ্যের স্বরাষ্ট্রসচিব৷ নতুন এই টাস্ক ফোর্সে আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, অর্থ সচিব, স্বাস্থ্য সচিব ও কলকাতার পুলিশ কমিশনার৷ রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা রয়েছে কিনা, কোয়ারেন্টাইন সেন্টারগুলির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে কিনা, মোটের উপর রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতির উপর তো নজরদারি চালাবেই এই টাস্ক ফোর্স৷ সেই সঙ্গে খেয়াল রাখবে, কোভিড পরিস্থিতির দায়িত্বে থাকা সকলে ঠিকঠাক কাজ করছেন কিনা৷ এই টাস্ক ফোর্সকে সহায়তা করার জন্য আবার একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপও তৈরি হয়েছে নবান্নের নির্দেশে৷ এই গ্রুপে থাকছেন ৬ জন বিশেষ দক্ষ আইএএস অফিসার৷