Aajbikel

সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও কাজ, বাজেট কর্মসংস্থানমুখী, জানালেন মুখ্যমন্ত্রী

 | 
মমতা

কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বুধবার রাজ্য বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারি প্রকল্পের সুবিধার কথা ব্যাখ্যা করার পাশাপাশি কর্মসংস্থান নিয়েও একাধিক ঘোষণা করেন তিনি। সবশেষে ডিএ নিয়েও বড় ঘোষণা করা হয়। বাজেট বক্তব্য শেষ হওয়ার পর নিজের বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাজেট কর্মসংস্থানমুখী। 

আরও পড়ুন- বাজেট: যুবসমাজের জন্য 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড', কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা

বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, আর্থিক সীমিত ক্ষমতা, কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও যতটা সুবিধা দেওয়ার কাজ করা হয়েছে। এটা কর্মসংস্থানমুখী বাজেট, কৃষক, যুবদের জন্য বাজেট। তিনি আরও জানান, আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন তৈরি করা হয়েছিল যার সুবিধা তারা পেয়েছেন। কর্মচারীরা দশ বছরে একবার মালয়েশিয়া, ব্যাঙ্কক, শ্রীলঙ্কা, বাংলাদেশ যেতে পারেন, সেই সুবিধাও দেওয়া। মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী দিনে রাজ্যে কোটি কোটি কর্মসংস্থান হবে, কর্ম সৃষ্টি করাটাই তাঁদের কাজ।

 

এদিন বাজেটে ঘোষণা হয়েছে বিধায়ক উন্নয়ন তহবিল বৃদ্ধিরও। জানান হয়েছে, এতদিন পর্যন্ত এলাকার উন্নয়নের স্বার্থে ৬০ লক্ষ টাকা ছিল। তা ১০ লক্ষ টাকা বাড়িয়ে ৭০ লক্ষ করা হয়েছে। অন্যদিকে, স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস বৃদ্ধি করার ঘোষণাও হয়েছে। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি ডেউচা, চামড়া শিল্পে কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা হয়েছে বুধবার। 

Around The Web

Trending News

You May like