পেগাসাস আতঙ্কে ফোনের ক্যামেরায় ‘প্লাস্টার’ লাগালেন মমতা! দেখালেন নিজেই

পেগাসাস আতঙ্কে ফোনের ক্যামেরায় ‘প্লাস্টার’ লাগালেন মমতা! দেখালেন নিজেই

f02443001e082163213131eb7abc0d31

কলকাতা: পেগাসাস কাণ্ডে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী বাহিনীকে ব্যাপক ভাবে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের একাধিক তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংবাদিক, সকলের ব্যক্তিগত পরিসরে উঁকি মারা হয়েছে। এই খবর প্রকাশে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে সর্বত্র। এদিকে জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পাতা হয়েছে। সেই আতঙ্কে নিজের ফোনের ক্যামেরায় ‘প্লাস্টার’ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিতে উঠে এমনটাই জানালেন এবং ফোন তুলে দেখালেন তিনি। 

মমতা বলেন, আমি চিদাম্বরমজির সঙ্গে কথা বলতে পারছি না৷ কারণ আমরা ফোন ট্যাপ হতে পারে৷ চাইলেও শরদ পাওয়ারজি’র সঙ্গে কথা বলতে পারছি না৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে পারছি না৷ কথা বলতে পারছি না ওডিশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে৷ কেন? পেগাসাসের জন্য৷ গরিব মানুষকে টাকা দেওয়ার বদলে কোটি কোটি টাকা ব্যয় করে নজরদারি চালানো হচ্ছে৷ পেগাসাসের নামে আপনার আমার সকলের ফোন ট্যাপ করা হচ্ছে৷ কখন কী করছেন সেটাও দেখে নিচ্ছে৷ আপনার মস্তিষ্কেরও স্ক্যান করা হচ্ছে৷ ফোনের মতো ভারত সরকারকেও প্লাস্টার করে দিতে হবে৷  তিনি বলেন, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না৷ কেন্দ্রীয় মন্ত্রীদের ফোনও ট্যাপ৷ সমস্ত নেতা, অধিকাংশ বিচারপতি, অফিসারদের ফোনে পেগাসাস ঢুকে গিয়েছে৷  গণতন্ত্রকে ধ্বংস করছে৷ 

আরও পড়ুন- ‘নির্বাচন থেকে অনেক শিক্ষা পেয়েছি’, নাম না করে ‘গদ্দার’ শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার

এই ইস্যুতে এবার দেশের সর্বোচ্চ আদালতের কাছে বিশেষ আর্জি করলেন তিনি।  সুপ্রিম কোর্টকে আড়িপাতার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার আর্জি জানান তিনি। মমতার কথায়, আজ তাঁর, অভিষেকের ফোন ট্যাপ করা হচ্ছে, প্রশান্ত কিশোরের ফোন ট্যাপ করা হচ্ছে। এদিকে, কত সাংবাদিকের করা হচ্ছে। এইভাবে দেশ বিপদে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *