প্রকল্পে জালিয়াতি রুখতে টোল-ফ্রি, ইউনিক নম্বর! নবান্নে ঘোষণা মমতার

প্রকল্পে জালিয়াতি রুখতে টোল-ফ্রি, ইউনিক নম্বর! নবান্নে ঘোষণা মমতার

কলকাতা: ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্পষ্ট জানিয়েছেন। এই নিয়ে বিভিন্ন জেলা থেকে ফর্ম কারচুপি সহ নানা রকম অভিযোগ আসার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র দুয়ারে সরকার শিবিরেই বিনামূল্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের বৈধ ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মে একটি নির্দিষ্ট ইউনিক নম্বর থাকবে, যা নকল করা যাবে না। সেই নম্বর মিলিয়ে দুয়ারে সরকার শিবিরের আধিকারিকেরা ফর্ম জমা নেবেন। কাজেই বাইরে থেকে কেউ ফর্ম জোগাড় করলে তা গ্রহণ করা হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এ নিয়ে কারো কোন অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রীর দফতরে তা সরাসরি জানানো যাবে। ১০৭০ এবং ০৩৩ ২২১৪ ৩৫২৬ নম্বরে সাধারণ মানুষ দুয়ারে সরকার শিবির সংক্রান্ত যে কোন সমস্যা বা অভিযোগের কথা জানাতে পারবেন। পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র গুলিতেও অভিযোগ জানানো যাবে। রাজ্যে আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ১৭ হাজার ১৬০টি শিবির করা হবে বলে মুখ্যমন্ত্রী এই দিন জানান। এছাড়াও যেসব জায়গা এখনও জলবন্দি রয়েছে সেখানে পরবর্তী সময়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে। এই শিবিরের মাধ্যমে ১৮ টি সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 

আরও পড়ুন- তৃণমূলের সাংসদ পদ কি ছাড়বেন শিশির? জল্পনা বাড়ালেন শান্তিকুঞ্জের কর্তা

শিবিরে যে সমস্ত আবেদন জমা পড়বে আট থেকে ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত সেগুলি পরীক্ষা করে দেখা হবে। পরের দিন ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর এর মধ্যে বৈধ আবেদন গুলিতে সুবিধাভোগীরা সুবিধা পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি আগামী ১৬ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে পাড়ায় সমাধান কর্মসূচি গ্রহণ করা হবে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যজুড়ে দুয়ারে সরকারের যে ৩২ হাজার ৮৬৮ টি শিবিরের আয়োজন করা হয়েছিল তার থেকে ২ কোটি ৭৫ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন বলে মুখ্যমন্ত্রী দিন দাবি করেন। আগামী ভাইফোঁটার দিন থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে বলে তিনি এই দিন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 20 =