তৃণমূলের সাংসদ পদ কি ছাড়বেন শিশির? জল্পনা বাড়ালেন শান্তিকুঞ্জের কর্তা

তৃণমূলের সাংসদ পদ কি ছাড়বেন শিশির? জল্পনা বাড়ালেন শান্তিকুঞ্জের কর্তা

কলকাতা: খাতায় কলমে তিনি এখনও তৃণমূল সাংসদ৷ কিন্তু তাঁর অবস্থান তৃণমূল বিরোধী৷ ভোটের আগে তাঁকে দেখা গিয়েছিল অমিত শাহের সভাতে৷ ছেলে শুভেন্দু অধিকারী পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকেই তিনি বেসুরো৷ এমতাবস্থায় তাঁর উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে তৃণমূল৷ জবাব তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও৷ তবে এবার কি তৃণমূলের সাংসদ পদ ছাড়বেন শিশির? কী হতে চলেছে তাঁর রাজনৈতিক অবস্থান?

আরও পড়ুন- বর্ষায় ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দম্পতি

যদিও শিশির অধিকারী যে আর তৃণমূলের সাংসদ পদ ধরে রাখতে চান না, সেটা তাঁর কথাতেই স্পষ্ট৷ তাঁর বক্তব্য, ‘‘ভোটে মানুষ তৃণমূলকে কতটা ভোট দিয়েছে, আর কতটা ভোট জাল হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ ক্ষমতায় থেকে ওঁরা যা ইচ্ছে তাই করছে৷ সময় এলে মানুষই ওদের জবাব দেবে৷’’ তবে তাঁর রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট করেননি শান্তকুঞ্জের কর্তা৷ তিনি বলেন, ‘‘আমার শরীর ভালো নেই৷ তাই এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি৷’’ উনি চিন্তাভাবনা না করলেও, লেকসভা অধ্যক্ষের বেঁধে দেওয়া সময় কিন্তু শেষ হতে চলেছে৷ ফলে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে তাঁকে৷ 

আরও পড়ুন- অর্থ তছরূপের দায়ে শ্রীঘরে বিজেপি নেতা

শিশিরবাবু অবশ্য বাড়ি বসেই এখন কাজ চালাচ্ছেন৷ তিনি জানান, করেনা পরিস্থিতিতে বাইরে বেরচ্ছি না৷ যাঁরা দেখা করতে আসছেন, তাঁদের জন্য সাধ্য মতো কাজ করছি৷ ১৯৬২ সালে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে রাজনৈতিক জীবনের পথ চলা শুরু করেছিলেন শিশির অধিকারী৷ দুই বার বিধায়ক হয়েছেন৷ ২০০৯ থেকে রয়েছেন কাঁথির সাংসদ পদে৷ ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী৷ বিধানসভা ভোটের আগে থেকেই তাঁর রাজনৈতিক অবস্থানে বদল আসে৷ এগরায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত হয়ে জল্পনায় ইন্ধন দেন৷ তাঁর সাংসদ পদ খারিজ করার দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল৷ তবে ওম বিড়লার কাছ থেকে এক মাসের সময় চেয়ে নিয়েছিলেন শিশির৷ ফলে এবার তিনি কী সিদ্ধান্ত নেন, তার অপেক্ষায় রাজনৈতিক মহল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *