কলকাতা: রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিগত এক মাস ধরে বিধিনিষেধ জারি রয়েছে। সেই নির্দেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বহাল থাকবে বলে দিন নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও একাধিক ক্ষেত্রে আগের তুলনায় বেশি ছাড় দিয়েছেন তিনি। অনেক পরিষেবা খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যদিও সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস নিয়মবিধি বহাল থাকবে কিন্তু ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, টোটো, বা যানবাহন চলবে। এদের মধ্যে সরকারি এবং বেসরকারি বাস রয়েছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে মাছের বাজার এবং সবজি বাজার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে সেলুন এবং বিউটি পার্লার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখতে পারা যাবে। পাশাপাশি অন্যান্য সব কিছুর দোকান সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। এদিকে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে জিম খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেকে ৮ টা। এছাড়াও অনুষ্ঠানবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে অনুমতি দিয়েছে রাজ্য। সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তা হবে ২০ জন।
আরও পড়ুন- রাজভবন অনুমোদন দেয়নি, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বাড়াল রাজ্য
গণপরিবহনে ছাড় দিলেও লোকাল ট্রেন এখনই খুলছে না। আগেই তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, এখনই লোকাল ট্রেন চালালে করোনা আরো ছড়িয়ে পড়তে পারে। বাংলার করোনা পরিস্থিতি সামলানোর পরেই লোকাল ট্রেন চালুর কথা ভাবা হবে বলে জানান তিনি। মমতা কথায়, ট্রেন বন্ধ থাকলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ায় পণ্য পরিবহনে সেই ভাবে সমস্যা হচ্ছে না। কারণ, সব্জি-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সড়ক পথে পরিবহণে ছাড় দেওয়া রয়েছে।