উঠে এল ‘হাওয়ালা জৈন’ প্রসঙ্গ, রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বললেন মমতা

উঠে এল ‘হাওয়ালা জৈন’ প্রসঙ্গ, রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বললেন মমতা

কলকাতা: বিজেপির সুরে সুর মিলিয়ে এর আগে একাধিকবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন। হিংসার ইস্যু তো ছিলই, এখন আবার দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি। তবে আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুললেন। একই সঙ্গে উঠে এলো হাওয়ালা জৈন ঘটনার উল্লেখ।

রাজ্যপালকে তুলোধনা করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন, উনি একজন দুর্নীতিগ্রস্থ মানুষ! কেন্দ্রীয় সরকার এই রকম একজন রাজ্যপাল কেন নিয়োগ করবে এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মমতার কথায়, ১৯৯৬ সালের হাওয়ালা জৈন কেসে রাজ্যপালের নাম ছিল, মামলার চার্জশিটেও তাঁর নাম ছিল। সেখান থেকে নিজের নাম সরিয়ে দেওয়া হয়। আগে সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক। প্রথমে নাম সরিয়ে নেওয়া হলেও পরে আবার জনস্বার্থ মামলা হয় যা এখনো ক্লিয়ার হয়নি। এদিন রাজ্যপালের বিরুদ্ধে কার্যত এই মন্তব্য করে বিস্ফোরণ ঘটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মন্তব্য করেন, এত গাড়ি এবং নিরাপত্তা খরচ করে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি, এই সফরের আগে তদন্ত হওয়া প্রয়োজন। মমতা আরো বলেন, এই রকম রাজ্যপাল তিনি এর আগে কখনও দেখেননি। ইতিমধ্যেই তিনি তাঁকে বদলানোর জন্য কেন্দ্রকে ৩টি চিঠি দিয়েছেন, তিনি চান কেন্দ্রীয় সরকার বিষয়টি ভেবে দেখুক। 

আরও পড়ুন- জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পুলিশ অফিসার, প্রাণ হারালেন স্ত্রী ও কন্যা

এদিকে, উত্তরবঙ্গ সফর এবং জিটিএ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাজ্যপাল উত্তরবঙ্গে কী করতে গিয়েছিলেন? ওখানে গিয়ে তিনি বিজেপির বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিদের সঙ্গে দেখা করেছেন। খবর রয়েছে যে তিনি সেখানে আন্দোলন করার পরামর্শ পর্যন্ত দিয়েছেন। রাজ্যপাল হিসেবে এটা তিনি করতে পারেন না, বলে জানান মমতা। পাশাপাশি জিটিএ প্রসঙ্গে তিনি বলেন, বিমল গুরুঙ্গের ঘটনার সময়ই বলা হয়েছিল যে তদন্ত হবে, রাজ্য সরকার সেই নিয়ে তদন্ত করেছে, এখন সরকার অডিট করাবে। ক্যাগকে অডিট করতে হবে কোথায় বলা আছে? বিজেপি কি জিটিএ থেকেও করে খাবে? প্রশ্ন তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 18 =