Fake Vaccination: বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি মমতার, দুষলেন বিজেপি রাজ্যগুলিকে

Fake Vaccination: বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি মমতার, দুষলেন বিজেপি রাজ্যগুলিকে

b77bb992840367f619f519f50222565d

কলকাতা: কসবা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি এবং জাতীয় স্তরেও বাংলা রীতিমতো সমালোচিত হচ্ছে। রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি যে বেড়েছে তা বলার কথা নয়। এদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে রিপোর্ট চেয়েছে আগামী দু’দিনের মধ্যে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কসবা কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করলেন। একইসঙ্গে বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের প্রসঙ্গ তুলে একহাত নিলেন বিজেপি সরকারকে।

এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, জাল ভ্যাকসিন সংক্রান্ত যে ঘটনা ঘটেছে সেটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনায় বিজেপির ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য গুজরাটে দলের অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হচ্ছিল কিন্তু সে ব্যাপারে কিছু বলা হয়নি বলে আক্রমণ করেন তিনি। একইসঙ্গে, প্রধানমন্ত্রীর রাজ্যেও কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে কসবার ঘটনা নিয়ে মমতার সাফ বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজ্য সরকারের কোনরকম যোগাযোগ নেই এবং প্রতারণার খবর জানার পরেই রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন- ফের ধাক্কা উচ্চ প্রাথমিকে, কারা মামলা করছে? চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, ঘটনা যাই হোক না কেন পুরসভা এবং পুলিশ কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না। ‌ সেই কারণে আগামী দিনে আরও সচেতন হতে হবে সকলকে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল খবর ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি জাল ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্য সরকারের অনেকের ছবি প্রসঙ্গে মমতা বলেন, যে কেউ যার সঙ্গে ইচ্ছা ছবি তুলতে পারেন, তার মানে এই নয় যে তারা দুজন একে অপরকে চেনেন। এখন এইভাবে দুম করে ছবি তুলে ফটোশপ করে অনেক কিছু করা যায়। সেই কারণে এখন তিনি কারও সঙ্গে ছবি তুলতে চান না বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *