Fake Vaccination: সরকারের কোনও ভূূমিকা নেই, দেবাঞ্জনকে ‘জঙ্গি’র সঙ্গে তুলনা মমতার

Fake Vaccination: সরকারের কোনও ভূূমিকা নেই, দেবাঞ্জনকে ‘জঙ্গি’র সঙ্গে তুলনা মমতার

0873091fd80f8c2f3e52751992997493

কলকাতা: কসবা টিকা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। মূল অভিযুক্তের সঙ্গে শাসক দলের নেতাদের ছবি প্রকাশ্যে আসার পর রাজ্য সরকারের ওপর স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে আরও। ইতিমধ্যেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে এবং তদন্ত চলছে। আজ নবান্নের সাংবাদিক বৈঠকের সময় এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “তার নামটা বারবার বলছেন কেন। যে চোর হয়, ডাকাত হয়, প্রতারক হয়, তাদের নামে পাবলিসিটি করতে নেই।” এই ইস্যুতে তিনি আরো বলেন, “তার এত বড় সাহস, ঔদ্ধত্য, অহংকার, সমস্ত কিছু নকল করেছে। এর সঙ্গে সরকার জড়িয়ে নয়। এটা সরকারের নয়। সরকারের এ ব্যাপারে কোনো ভূমিকা নেই। কারণ এটা সরকার করেনি।” মমতার কথায় এই রকম অনেক মানুষ আছে যাদের দেখতে সুন্দর এবং তারা প্রতারণা করে বেড়ায়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সই নকল করে, যারা এই ধরনের কাজ করে তাদের তিনি মানুষ বলে মনে করেন না বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, যে মানুষের জীবন নিয়ে খেলে সে জঙ্গির থেকেও ভয়ঙ্কর। দেবাঞ্জনের মতো লোকেদের সমাজে থাকার যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

আরও পড়ুন- বিধানসভায় আসছে বিধান পরিষদের প্রস্তাব, ঘোষণা করলেন পার্থ

একইসঙ্গে মুখ্যমন্ত্রী আজ এই ব্যাপারে স্পষ্ট করে দেন যে দেবাঞ্জনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের রেয়াত করা হবে না কোনোভাবেই। ইতিমধ্যেই সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং তিনি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন বলে জানান মমতা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে বলে দিন আরও একবার স্পষ্ট করে দেন তিনি। এদিকে দেবাঞ্জন দেবের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী এবং নেতাদের ছবি রয়েছে সেই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের প্রতারকরা সব দলের অনেকের সঙ্গে ছবি তুলে রেখে দেয় এবং ফটোশপ করে। সুতরাং এর মানে এই নয় যে যার সঙ্গে ছবি তোলা হচ্ছে তাকে সে চেনে। তাই এইভাবে ছবি তুলে কোন লাভ হবে না বলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবাঞ্জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা চান মমতা, ব্যাপক ক্ষুব্ধ তিনি

দেবাঞ্জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা চান মমতা, ব্যাপক ক্ষুব্ধ তিনি

832ce11f10db8d05eb905217fbdc471a

কলকাতা: জাল ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার সৌমেন নেত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি এবং নির্দেশ দিয়েছেন যাতে ঘটনায় অভিযুক্ত দেবাঞ্জন কোনভাবেই ছাড় না পেয়ে যায়। সেই প্রেক্ষিতেই কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানিয়েছেন যে, দেবাঞ্জন দেবকে এমন শাস্তি দিতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে এমন ঘটনা ঘটানোর আগে যে কেউ দু’বার ভাবে।

ইতিমধ্যেই জানা গিয়েছে, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলীধর শর্মা। একইসঙ্গে জানা গিয়েছে, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এই ঘটনায় তদন্ত করতে পারে। এর পাশাপাশি নবান্নের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে যাতে নকল টাকা কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব কঠোর শাস্তি পায়। সার্বিকভাবে এই ঘটনায় যে রাজ্যের শাসক দল ব্যাপক চাপে পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। এই প্রেক্ষিতেই সক্রিয় হয়ে উঠেছে লালবাজার এবং বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তার জন্য। এই দলে রয়েছেন ব্যাঙ্ক জালিয়াতি, প্রতারণা দমন-সহ লালবাজারের একাধিক বিভাগের ১০ জন আধিকারিক। 

আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’ থাকা সত্ত্বেও ফিরল রোগী, বড় জরিমানা শহরের দুই হাসপাতালকে

এর পাশাপাশি নবান্ন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের যে কোনো জায়গায় টিকাকরণ কর্মসূচি করার জন্য আগে অনুমতি নিতে হবে। জেলা স্বাস্থ্য দফতর কিংবা পুরসভার কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো টিকাকরণ কেন্দ্র করা যাবে না। একই সঙ্গে কোথায় কত টিকা দেওয়া হল এবং কাদের টিকা দেওয়া হল, সব বিষয়ে বিশদে জানাতে হবে রাজ্য প্রশাসনকে। নবান্নের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় ইতিমধ্যে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। দাবি করা হচ্ছে, শহরের একাধিক জায়গায় যখন ভুয়ো অফিসার পরিচয় দিয়ে কেউ ভ্যাকসিন কিনছে বা টিকাকরণ কেন্দ্র চালাচ্ছে তখন পুলিশ কেন সময় বুঝে ব্যবস্থা নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *