কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ নেবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে। কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক চিঠি দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এক মাসের সময় দিয়েছে উত্তর দেওয়ার জন্য। এই ইস্যুতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে বাংলার সরকার এবং তাঁকে পূর্ণ সমর্থন করা হবে।
এদিন মমতা জানান, আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রতি কেন্দ্রীয় সরকার একেবারে ‘সেলফিস জায়ান্ট’-এর মত আচরণ করছে। গায়ের জোর দেখিয়ে আইন না মানার কথা বলছে কেন্দ্র। এটা কখনোই মানা যায় না এবং মানা হবে না বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাঁর মত যোগ্য এবং সৎ অফিসার একটাও নেই। সারা জীবন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে গিয়েছেন তিনি এবং এখনও কাজ করছেন। এই প্রেক্ষিতেই মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের চিঠির প্রেক্ষিতে আলাপন যা সিদ্ধান্ত নেবে সেটা তাঁর ব্যক্তিগত কিন্তু রাজ্যের সরকার তাঁকে পূর্ণ সমর্থন দেবে। এই ইস্যুতে বিজেপিকে আরো এক হাত নিয়ে তিনি মন্তব্য করেন, বাংলার নির্বাচনের ফলাফল তারা এখনো মানতে পারছে না সেই কারণে প্রতিহিংসামূলক আচরণ করছে। এটাই বিজেপির রোগ, তারা হার স্বীকার করতে জানে না।
আরও পড়ুন- ‘ছেলেরা স্বল্প পোশাক পড়লে মেয়েরাও বিচলিত হয়’, শার্টলেট ইমরানের ছবি পোস্ট করে খোঁচা তসলিমার
প্রসঙ্গত, আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে উল্লেখ করা হয়েছে যে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁকে চিঠি দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে যদি তাঁর কোনো রকম বক্তব্য থাকে তাহলে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না সেই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এই প্রেক্ষিতে তিনি সামনাসামনি উত্তর দিতে চাইলে সেটাও করতে পারেন। তবে এ ক্ষেত্রে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যদি আলাপন বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উত্তর না দেন তাহলে তাঁকে না জানিয়েই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।