মেদিনীপুর: সামনেই পঞ্চায়েত ভোট৷ তার আগে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিকেলে মেদিনীপুরে জনসংযোগের কাজে গিয়েছিলেন তিনি৷ কলকাতা থেকে হেলিকপ্টার করে মেদিনীপুর কলেজ মাঠে নামেন মুখ্যমন্ত্রী। নেমেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ শুরু করেন। এদিকে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের অভাব অভিযোগ জানাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারাও। এক লটারি বিক্রেতা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান, তিনি বাড়ি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেন। জানান, বিষয়টি দেখা হবে৷ মুখ্যমন্ত্রীকে দেখতে তখন ছুটে এসেছিল স্কুলের কিছু পড়ুয়াও৷ তারা স্কুলে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, জানতে চান মুখ্যমন্ত্রী৷ সেই ভিড়েই শিশুকে নিয়ে হাজির হয়েছিলেন এক মা৷ মুখ্যমমন্ত্রী তাকে কোলে তুলে নেন৷ এর পর মুখ্যমন্ত্রীর কাছেই মেয়ের নামকরণ করার আবদার করে বসেন ওই মহিলা৷ নামকরণ করেন মমতাও৷
আরও পড়ুন- বাজেট পেশের দিনই বিধানসভায় ‘ভুয়ো’ বিধায়ক!
ওই মহিলার আবদার ফেরারনি মুখ্যমন্ত্রীও৷ নিজের কোলে বসিয়ে ওই শিশুকন্যার নাম দিয়েছেন সবুজশ্রী৷ তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার মেদিনীপুর জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। এর পর তিনি যাবেন পুরুলিয়া৷ দুপুরে সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। বৃহস্পতিবার রাতে সম্ভবত বাঁকুড়ায় থাকবেন তিনি। তিন দিনের এই জেলা সফরে চারটি জেলার সরকারি পরিষেবার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জেলা থেকেই কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>