Aajbikel

বাজেট পেশের দিনই বিধানসভায় 'ভুয়ো' বিধায়ক!

 | 
fake MLA

কলকাতা: আর কত কী ভুয়ো হবে? চিকিৎসক থেকে শুরু করে পুলিশ, শিক্ষক এমনকি সিবিআই অফিসার, সব ধরনের 'ভুয়ো'র খবর জানা হয়ে গিয়েছে। এবার দেখা গেল 'ভুয়ো' বিধায়ক! আজ্ঞে হ্যাঁ। বুধবার বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। সেই সময়ই বিধানসভা থেকেই আটক করা হয় এক ব্যক্তিকে। তিনি নিজেকে মধ্য হাওড়ার বিধায়ক বলে দাবি করেছিলেন। এমনও বলেছিলেন যে তিনি রাজ্যপালের নির্দেশে এসেছেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। 

আরও পড়ুন: চার্জশিট পেশ নওশাদদের বিরুদ্ধে, কী সিদ্ধান্ত হল বিধায়ককে নিয়ে

জানা গিয়েছে, বুধবার সকালে বিধানসভার ২ নং গেট দিয়ে ঢুকে লবি পর্যন্ত চলে যান এক ব্যক্তি। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় কয়েকজন ধরে ফেলেন। নাম জানতে চাওয়ায় প্রথমে তিনি বলেন গজানন বর্মা। আবার বলেন, গজানন বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীরা এসে তাঁর কাছ থেকে কোনও আইডি চান। কিন্তু তা তিনি দেখাতে পারেননি। পাশাপাশি তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি দেখতে পান পুলিশ কর্তারা। অবশেষে তাঁকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানা। ধৃত ব্যক্তির দাবি তিনি নাকি খোদ রাজ্যপালের নির্দেশেই বিধানসভায় ঢুকেছিলেন। এখানে ঢোকার অনুমতিও রয়েছে তাঁর কাছে।  

এখন প্রশ্ন হল, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে এই ব্যক্তি বিধানসভার মতো জায়গায় ঢুকে গেলেন, তাও আবার বাজেট পেশের দিন। কী লক্ষ্যে তিনি বিধানসভায় ঢোকার চেষ্টা করছিলেন, কী পরিকল্পনা ছিল, তা জানতেই এখন মরিয়ে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

Around The Web

Trending News

You May like