কেন থাকবেন শুভেন্দু? কলাইকুণ্ডায় মোদীর সঙ্গে বৈঠক এড়াতে পারেন মমতা

কেন থাকবেন শুভেন্দু? কলাইকুণ্ডায় মোদীর সঙ্গে বৈঠক এড়াতে পারেন মমতা

376c955525cf34ea1e28e5ad4fdf053c

কলকাতা:  প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের আগে রাজ্যে ফের সংঘাতের আবহ৷ যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে মেদিনীপুরের কলাইকুণ্ডায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ কিন্তু ওই বৈঠককে কেন্দ্র করেই শুরু হয়েছে তরজা৷ তৃণমূল সূত্রে বলা হচ্ছে, বৃহস্পতিবার রাতে নাকি জানানো হয়েছে, মোদী-মমতার বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে কেন উপস্থিত থাকবেন শুভেন্দু? বিজেপি বিধায়ক থাকলে বৈঠক করবেন না মমতা৷ যদিও নবান্ন সূত্রে বৈঠক বাতিলের বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন- BREAKING: নারদ মামলায় ৪ হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টে

অন্যদিকে, গতকাল রাতে আরও জানানো হয় মোদী-মমতার ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ তৃণমূল সূত্রে খবর, রাজ্যপালের উপস্থিতি নিয়ে কোনও আপত্তি জানাননি মুখ্যমন্ত্রী৷ তবে শুভেন্দু কেন বৈঠকে থাকবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ তাঁর উপস্থিতির যুক্তিই বা কি? জানতে চান তিনি৷ তাঁর মতে, শুভেন্দুর উপস্থিতি প্রশাসনিক বৈঠকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা চলছে৷ এছাড়াও শুভেন্দু অধিকারীকে আনুষ্ঠানিক ভাবে বিরোধী দলনেতাও ঘোষণা করেনি বিজেপি৷ আর শুভেন্দুকে ডাকা হলে বাকি বিধায়কদের ডাকা হবে না কেন? এই বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকেও জানানো হয়েছে বলে সূত্রের খবর৷ আর এই কারণেই প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকতে পারেন বলেও জানানো হয়েছে।    

এদিকে, এরই মধ্যে একটি চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, গত ১৩ মে শুভেন্দু অধিকারীকে বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও সেই চিঠির সত্যতা যাচাই করা হয়নি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *