কলকাতা: সবকিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দু’দিনের সফরে দিল্লি যাওয়ার কথা তাঁর৷ ফিরবেন ২৫ নভেম্বর৷ দিল্লিতে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে৷ এই সফরেই দেখা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে৷ পাশাপাশি বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী৷ তাঁর এই সফর রাজনৈতিক দিক থেকে অন্যতন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
আরও পড়ুন- নারদ মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর ফিরহাদ-শোভন-মদনের, ছাড়া যাবে না দেশ
জানা গিয়েছে, মোদীর সঙ্গে বৈঠকে রাজ্যের বকেয়া টাকা এবং সীমান্ত-লাগোয়া অঞ্চলে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে মমতার৷ বিধানসভা ভোটে জেতার পর গত জুলাই মাসে দিল্লি গিয়েছিলেন তিনি৷ সেই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বাসভবনে গিয়েও বৈঠক করেছিলেন৷ এ বারের দিল্লি সফরেও বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর৷ তবে সোনিয়ার সঙ্গে ফের বৈঠক হয় কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷
দিল্লি সফরে গিয়ে বিরোধী দলগুলিতে মূলত জোট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এর পর থেকে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের দ্বৈরথ আরও চরমে উঠেছে৷ বারবার কংগ্রেসকে বিঁধে তৃণমূলকে বিজেপি’র প্রধান প্রতিপক্ষ বলে দাবি করেছেন মমতা ও অভিষেক৷ ত্রিপুরা তো বটেই, গোয়া এবং উত্তরপ্রদেশেও কংগ্রেসে ভাঙন ধরিয়েছে তৃণমূল। অন্যদিকে, কংগ্রেসের দাবি, তাঁদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপি’কে মদত করছে তৃণমূল৷ সিবিআই, ইডির তদন্ত থেকে রেহাই পেতেই এমনটা করছে তারা৷
এদিকে রাজ্যের সীমান্ত-লাগোয়া ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে রাজ্যের আপত্তির কথা জানিয়ে আগেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী৷ দিল্লিতে প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়ে সেই বিষয়টি ফের তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে৷ রাজ্যের আর্থিক বকেয়া নিয়েও কথা বলবেন তিনি৷ প্রসঙ্গত, গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠকে এ বিষয়ে সরব হন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷