আবারও পথে নামতে চলেছেন মমতা, নারী দিবসে তৃণমূলের পদযাত্রার সম্ভাবনা

আবারও পথে নামতে চলেছেন মমতা, নারী দিবসে তৃণমূলের পদযাত্রার সম্ভাবনা

0284bb78c55e95fbf19da717f341182d

কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এর আগে একাধিকবার পথে নামতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার ফের একবার পদযাত্রা করতে চলেছেন তিনি। সূত্রের খবর, আগামী ৮ মার্চ ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করতে পারে তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে থাকবেন অবশ্যই দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব নারী দিবস উপলক্ষে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রা। 

আরও পড়ুন- টলোমলো হাতে গোত্তা খাচ্ছে স্কুটি! তবুও অনড় মমতা!

নাগরিকত্ব আইন থেকে শুরু করে নাগরিক পঞ্জি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার আওয়াজ তুলে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পরপর বেশ কয়েকদিন ধরে শহর তথা রাজ্যের তৃণমূল কংগ্রেসের পদযাত্রার ছবি ধরা পড়েছিল। প্রত্যেকবার যার নেতৃত্বে ছিলেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নারী দিবসে ফের একবার পদযাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন তিনি, দলীয় সূত্রে খবর এমনটাই। আর এবারের পদযাত্রার বিষয়ে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে এই পদযাত্রা হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই দলীয় সংগঠন চাঙ্গা করতে এবং মানুষের আরো কাছাকাছি পৌঁছতে এই পদযাত্রা রাজ্যের শাসক দলকে ব্যাপকভাবে সাহায্য করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত। সম্প্রতি, ভারতীয় জনতা পার্টি শিবির রাজ্যের একাধিক জায়গায় তো বটেই খোদ দক্ষিণ কলকাতায় পদযাত্রা করেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই পদযাত্রা তথা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এবার অনেকেই মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শক্তি প্রদর্শনের জন্যই বিশ্ব নারী দিবসকে বেছে নিয়েছেন।

আরও পড়ুন-  কয়লা কাণ্ডে কলকাতা সহ ১৪ জায়গায় একযোগে হানা-তল্লাশি CBI-ED-র

উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট ঘোষণা হবে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও অসমে। শুক্রবার বিকেল সাড়ে চারটেয় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ এই পাঁচ রাজ্যের ভোটের দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি। তবে পাখির চোখ বাংলা৷ বাংলায় ভোটের উত্তাপ যে সবচেয়ে বেশি তা নিয়ে কোনও দ্বিমত নেই৷ এর আগে দিল্লিতে গিয়ে বাংলায় যত বেশি সম্ভব তত বেশি দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল বিজেপি নেতারা৷ বাংলায় ক’দফায় ভোট হবে তা নিয়ে জল্পনা মাথা চাড়া দিয়েছে৷ ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *