কয়লা কাণ্ডে কলকাতা সহ ১৪ জায়গায় একযোগে হানা-তল্লাশি CBI-ED-র

কয়লা কাণ্ডে কলকাতা সহ ১৪ জায়গায় একযোগে হানা-তল্লাশি CBI-ED-র

কলকাতা:  কয়লা কণ্ডে কলকাতা, দুর্গাপুর, আসানসোল সহ একযোগে ১৪টি জায়গায় তল্লাশি শুরু করল সিবিআই ও ইডি-র অফিসাররা৷ এদিন সকালে বাঁশদ্রোনীতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই৷ ওই ব্যবসায়ীর নাম রনধীর বার্নওয়াল৷ বাড়ির পাশাপাশি তাঁর অফিসেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা৷

আরও পড়ুন-  টলোমলো হাতে গোত্তা খাচ্ছে স্কুটি! তবুও অনড় মমতা!

বাঁশদ্রোণীর পাশাপাশি শুক্রবার সকালে  ডালহৌসিতে একটি চার্টার্ড ফার্মের অফিসেও হানা দেয় সিবিআই-ইডি৷ সেখানেও চলছে তল্লাশি৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লা কাণ্ডে কালো টাকা বাজারে খাটাতেন ওই ব্যবসায়ী রণধীন বার্নওয়াল৷ রাজ্যের প্রভাবশালী ব্যক্তি ও উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত তাঁর কাছে৷ নথি খতিয়ে দেখে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি সিবিআই-এর৷ অনুপ মাঝি ওরফে লালা এবং জয়দেব মণ্ডলের সঙ্গে যোগসাজশ ছিল রণধীর বার্নওয়ালের৷  

এদিকে, আজ সকালে ধর্মতলায় সুভাষ আগরওয়াল অ্যান্ড কোম্পানি নামে একটি চাটার্ড অ্যাকাউন্টস অফিসে পৌঁছয় সিবিআই-ইডি৷ এদিন সকালে ইডি-র অফিসাররা যখন সেখানে পৌঁছয় তখন অফিস বন্ধ ছিল৷ অফিস খুলিয়ে তাঁরা তল্লাশি শুরু করেন৷ কলকাতা ও জেলা মিলেয়ে মোট ১৪টি জায়গায় চলছে তল্লাশি৷ ডালহৌসি ছাড়াও কাঁকুড়গাছি ও মানিকতলাতেও তল্লাশি চলছে৷ উত্তর ও দক্ষিণ কলকাতা, আসানসোল, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় কয়লা পচার কাণ্ডে তল্লাশি চালাচ্ছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

আরও পড়ুন- নাড্ডার সভায় বসার আসন না পেয়ে ফিরলেন শোভন-বৈশাখী

এদিকে কয়লা কাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা৷ তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷ তবে তাঁর কাছ থেকে গত পাঁচ বছরের আয়কর তথ্য ও প্যান কার্ডের ডিটেইলস চাওয়া হয়েছে৷ আয়কর দফতরের থেকেও রুজিরার নথি চাওয়া হয়েছে৷ 

এদিকে কিছুদিন আগেই কয়লা কাণ্ডের মূল পাণ্ডা লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোলের বিশেষ আদালত৷ সিবিআই জানায়, মোট ৬৮টি জায়গায় তাঁর সম্পত্তি রয়েছএ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *