বোলপুর: অগুন্তিবার এই রূপে দেখা গিয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী হয়েও নিজের সাধারণ রূপ বজায় রেখে মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। কখনও চা, কখনও আবার মোমো, কখনও আবার ফুচকা বানিয়েছেন তিনি। সেই রূপ এদিনও ফিরে এল। বোলপুরে সোনাঝুরির হাটের কাছে একটি দোকানে চা তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।
বুধবার বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। বোলপুরের ডাকবাংলো মাঠের সেই অনুষ্ঠানের পর শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরনোর পর সোনাঝুরি এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। নিজে চা তৈরি করেন, পাশাপাশি তাঁর সঙ্গে থাকা আধিকারিক এবং অন্যান্যদের হাতে চা-বিস্কুট তুলে দেন। জানা গিয়েছে, চায়ের দোকান থেকে পাশের একটি জনজাতি গ্রামে যান মমতা এবং এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুন- নির্দেশ মেনে তিনজনের নাম প্রস্তাব সিবিআইয়ের, বিচারপতি তদন্ত নিয়ে এখনও অসন্তুষ্ট
এদিন আবার বীরভুম থেকেই কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, গরিব মানুষের কোনও উপকার হবে না এই বাজেট থেকে। কারণ এই বাজেটে দরিদ্র বঞ্চিত এবং মাত্র একাংশ লাভবান হয়েছে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর দাবি, তিনি থাকলে গরিব এবং সাধারণ মানুষের স্বার্থের বাজেট আধ ঘণ্টায় করে দিতেন। মমতা আরও বলেছেন, খালি মুখে বলা হচ্ছে দারুণ বাজেট কিন্তু বেকারদের জন্য কিছুই বলা নেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কিসের দাম বাড়বে? বাজেটে সস্তা হবে কী কী? What got cheaper and what got costlier?” width=”853″>