কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী দল সিবিআইয়ের এক অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই সিবিআই কর্তার নাম সোমনাথ বিশ্বাস। বুধবার তাঁর পরিবর্তে সিবিআই তিন জনের নাম প্রস্তাব করল আদালতে। কিন্তু এদিনও সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- উপহার নয়, টাকা দিয়েই বইমেলা থেকে দলীয় বিধায়কের বই কিনলেন ‘মানবিক’ মমতা
আজ আদালতে সিবিআই জানায়, একজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তাঁর মোবাইল ফোনে বেশ কিছু মেসেজ আছে। বিচারপতি জানতে চান কে সেই প্রভাবশালী ব্যক্তি। সিবিআই জবাবে বলে, তিনি জেল হেফাজতে আছেন, মানিক ভট্টাচার্য। এরপরেই বিচারপতির মন্তব্য, কী হচ্ছে বুঝতেই পারছেন না তিনি, এবার কি তাঁকেই তদন্তে নামতে হবে? সিবিআই তদন্তে ব্যর্থ। পাশাপাশি তাঁর এও মন্তব্য, যারা তাঁকে অরণ্যেদেব বলেছিলেন তাদের তাঁকে এখন ফুল দেওয়া উচিত।
মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআইয়ের ওই অফিসারকে নিয়ে নির্দেশ ছিল, সিবিআইয়ের সিট থেকে সোমনাথ বিশ্বাসকে বাদ দিতে হবে। এমনকি ওই অফিসার কোনও তদন্তের ফাইল স্পর্শ না করতে পারবেন না। আর দুপুর ২টোর মধ্যে নতুন অফিসারের নামও জানাবে সিবিআই। তবে সিবিআইয়ের ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার সোমনাথকে কেন দায়িত্ব সরানো হল,তা অবশ্য স্পষ্ট করেননি বিচারপতি। কারণ না জানালেও তাঁৎ স্পষ্ট নির্দেশ, সোমনাথ তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না।