উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

কলকাতা: দুর্গাপুজোর ভাসানে মালবাজারের মাল নদীতে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের চোখে-মুখে। এই ঘটনায় গাফিলতির অভিযোগে একদিকে যেমন রাজ্য সরকার ব্যাপকভাবে সমালোচিত হয়েছে অন্যদিকে, ঘটনার আবহে কলকাতায় পুজোর কার্নিভাল করার জন্যও কটাক্ষের শিকার হয়েছে। তবে এবার চিত্র বদলাচ্ছে। কারণ আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ‘সকালে দুটো রুটি, রাতে তা-ও জোটে না’, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক শান্তিপ্রসাদ

দশমীর দিন বিসর্জন দিতে এসে মাল নদীতে হড়পা বানের কারণে তলিয়ে যান অনেকেই। মৃত্যু হয় ৮ জনের। তারপর জেলায় কার্নিভাল বাতিল হলেও কলকাতার কার্নিভাল বাতিল হয়নি। জাঁকজমকপূর্ণভাবেই সেই অনুষ্ঠান হয়। তৃণমূল সরকার বিরোধীরা সেই নিয়ে আওয়াজ তোলে যে রাজ্যে মুখ্যমন্ত্রী বা শাসক দলের নেতা-মন্ত্রীরা কী ভাবে চুপ আছে এই বিষয় নিয়ে। তবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে সফরের কথা শোনা গেল। আপাতত যা খবর, আগামী ১৭ অক্টোবর মালবাজার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মালবাজারের ওই পরিবারগুলির সঙ্গে দেখা করার পর ১৮ তারিখ প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি এবং ঠিক তার পরের দিন শিলিগুড়ি আসার কথা মমতার।

উল্লেখ্য, ঘটনার দিন প্রতিমা বিসর্জন করতে মাল নদীর তীরে এসে দাঁড়িয়েছিল বহু গাড়ি। বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। বহু শিশু ও মহিলা নদীর ধারে দাঁড়িয়েছিলেন। এরই মাঝে আচমকাই হড়পা বান চলে আসে। এক ধাক্কায় নদীর জলস্তর অনেকখানি বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =