পোস্টাল ব্যালেটের গণনায় ভবানীপুর কেন্দ্রে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

পোস্টাল ব্যালেটের গণনায় ভবানীপুর কেন্দ্রে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পোস্টাল ব্যালেটের গণনায় এগিয়ে রয়েছেন তিনি৷ ২,৮০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ অন্যদিকে, জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন৷ ১৩০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না, এজেন্টদের সাফ নির্দেশ বঙ্গ BJP-র

ভোট গণনা শুরু হতেই সকাল থেকে টানটান উত্তেজনা রাজ্যজুড়ে৷ বাংলা তথা গোটা দেশের নজর রয়েছে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের দিকে৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে আশাবাদী দল৷ ফিরহাদ হাকিমের কথায় ৫০ থেকে ৭০ হাজার ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, আরও দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও উত্তজনা রয়েছে৷ প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে রয়েছেন তৃণমূলের জাকির হোসেন৷  ১৭১৭ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷  সামশেরগঞ্জেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম৷ ১ হাজার ৩০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =