কলকাতা: জোড় কদমে চলছে তিন কেন্দ্রে ভোট গণনা৷ আজ খুব সকাল সকাল গণনা কেন্দ্রে পৌঁছে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ দলীয় এজেন্টদের উদ্দেশে তাঁর নির্দেশ, ‘ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বেরবেন না।’
আরও পড়ুন- ‘ভবানীপুর হাইভোল্টেজ মানতে পারবে না’, বললেন শ্রীজীব
তিন কেন্দ্রের ভোট গণনা শুরু হওয়ার আগে দলের কাউন্টিং এজেন্টদের কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছে বঙ্গ বিজেপি৷ প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেখা গিয়েছিল খারাপ ফলাফলের ইঙ্গিত মিলতেই বহু কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে আগেই নির্দেশিকা জারি করা হয়েছে দলের তরফে৷
ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ বলেন, মোট ১৪ টি টেবিলে গণনা হবে। বিজেপি’র মোট ৮০ জন এজেন্ট সেখানে উপস্থিত থাকবেন। গণনা শেষ হওয়ার আগে কোনও এজেন্ট যাতে গণনাকেন্দ্র ছেড়ে না বেরন, তা নিশ্চিত করতে আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে।