পড়শি নেপাল থেকে এল আমন্ত্রণ, বিদেশমন্ত্রক সবুজ সঙ্কেত দিলেই কাঠমাণ্ডু যাবেন মমতা

পড়শি নেপাল থেকে এল আমন্ত্রণ, বিদেশমন্ত্রক সবুজ সঙ্কেত দিলেই কাঠমাণ্ডু যাবেন মমতা

কলকাতা: চলতি মাসেই কলকাতা পুরভোট৷ পাশাপাশি মিশন ২৪-কে সামনে রেখে চলছে তৃণমূলের সম্প্রসারণের কাজ৷ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ এরই মধ্যে আমন্ত্রণ এল পড়শি দেশ নেপাল থেকে৷ কাঠমাণ্ডুর একটি সভায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে৷ সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই একদিনের সফরে নেপাল যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে ‘জওয়াদ’, বাংলায় কতটা প্রভাব পড়ল জানাল হাওয়া অফিস

এই মুহূর্তে বিদেশ যেতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে মুখ্যমন্ত্রীকে। তাই নেপাল যাওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনও সেই আবেদনে সাড়া পাওয়া যায়নি৷ অনুমতি মিললে আগামী ১১ ডিসেম্বর একদিনের জন্য  নেপাল সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই পরের দিন অর্থাৎ ১২ ডিসেম্বর গোয়া যাবেন তিনি। পশ্চিমের এই ক্ষুদ্র রাজ্যে পরপর দু’দিন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি রয়েছে৷ সেখানে অংশ নেবেন মমতা। গোয়া সফরে মমতার সফরসঙ্গী হবেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  

গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি, তার পর মুম্বই সফর সেরেছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে আবার তাঁর জেলা সফরও রয়েছে। আগামী সপ্তাহেই মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ায় পর পর প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। গোয়া থেকে ফিরে প্রথমে জঙ্গলমহল ও তারপর শিলং যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর৷ পর পর কর্মসূচির মাঝেই নেপাল থেকে এল আমন্ত্রণ। বিদেশ মন্ত্রকের সবুজ সঙ্কেত মিললেই আগামী ১১ তারিখ এক দিনের সফরে কাঠমাণ্ডু যাবেন মুখ্যমন্ত্রী৷ তারপর সেখান থেকে সোজা গোয়া উড়ে যাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *