কৃষক নেতাদের সঙ্গে ফোনে কথা মমতার, কৃষকদের নিয়ে পাল্টা মেগা শো দিলীপের

কৃষক নেতাদের সঙ্গে ফোনে কথা মমতার, কৃষকদের নিয়ে পাল্টা মেগা শো দিলীপের

রামগড়: কৃষি বিলের বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়েছে কৃষক বিদ্রোহের আগুন৷ সেই আঁচে সবচেয় বেশি দগ্ধ হচ্ছে দিল্লি৷ সারা দেশজুড়ে যখন আন্দোলন চলছে, তখন আগামীকাল পূর্ব মেদিনীপুরের রামগড়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলেছে কিষাণ মোর্চার সমাবেশ ও যোগদান সভা৷ এই সভা ঘিরে শুরু হয়েছে বিজেপি- তৃণমূলের চাপানউতোর৷ অন্যদিকে, দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গ সরাসরি ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন পাশে থাকার বার্তা৷ 

আরও পড়ুন- লটারির লিখনে দিন বদল মৎস্যজীবীর! কোটিপতি সুভাষ চান ৪ সন্তানের শিক্ষা!

এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে সিঙ্ঘু সীমান্তে পৌঁছন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ তাঁর মাধ্যমেই আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী৷ প্রায় চার ঘণ্টা দিল্লির উপকণ্ঠে কৃষকদের সঙ্গে কাটান ডেকের৷ চারবার একাধিক কৃষক নেতার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷  এদিন সকালেই ২০০৬ সালে তাঁর অনশনের কথা তুলি টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘জোর করে কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না, এই দাবি নিয়ে ১৪ বছর আগে ২০০৬ সালের ৪ ডিসেম্বর কলকাতায় ২৬ দিনের অনশনে বসেছিলাম৷ বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই কৃষি আইন পাস করেছে কেন্দ্র৷ এই আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকদের প্রতি আমার পূর্ণ সমর্থন জানাই৷’’ অন্যদিকে আগামীকাল রামগড়ে ‘মেগ শো’ হবে বলে ঘোষণা করেছেন রাজ্য কিষাণ মোর্চার প্রতিনিধিরা৷ যে মঞ্চ সেখানে করা হয়েছে, তাতে লেখা হয়েছে কিষাণ সমাবেশ এবং যোগদান কর্মসূচি৷ আগামীকাল দলে দলে কৃষকরা এই সমাবেশে যোগ দিতে আসবেন বলে বিজেপি’র তরফে দাবি করা হয়েছে৷ কৃষকদের নিয়েইহবে মেগা শো৷ বিভিন্ন জায়গা থেকে কৃষকরা এসে সরাসরি বিজেপি’তে যোগদান করবেন বলে জানিয়েছে পদ্ম শিবির৷ 

আরও পড়ুন- DA থেকে ট্যাব, ভোটের আগে ‘কল্পতরু’ মমতাকে বিঁধলেন দিলীপ

বিজেপি’র এই কর্মসূচিকে নিয়ে কটাক্ষ করেছেন রামগরের তৃণমূল সাংসদ অখিল গিরি৷ তিনি বলেন, আগে ওঁনারা কৃষকদের বোঝান আইনটা কী৷ আইন সম্পর্কে খুলে বলুক৷ তার পর তো কৃষকরা এসে যোগদান করবেন৷ তাঁর পাল্টা দাবি আগামীকাল রামগড়ে কৃষকদের কোনও মেগা শো হবে না৷ সর্বসাকুল্যে হয়তো হাজার জন আসবেন৷ মেগা শো’র বদলে আগামীকাল বিজেপি’র ফ্লপ শো হবে বলেই পাল্টা দাবি তৃণমূলের৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =