কলকাতা: রাজ্যে নতুন দু’টি ক্যান্সার হাসপাতাল হবে। এদিন নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। যার একটি হবে কলকাতা এসএসকেএম-এ এবং অন্যটি হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিন মমতা বলেন, রাজ্যের প্রচুর মানুষকে ক্যান্সারের চিকিৎসা করাতে মুম্বই ছুটতে হয়। সেই সমস্যার সমাধান এই এবার টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মেলাবে রাজ্য সরকার। টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে বলে ঘোষণা করে দিয়েছেন তিনি। মমতার কথায়, বাংলার কমপক্ষে ২৫ শতাংশ ক্যান্সার রোগী মহারাষ্ট্রে যান টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাতে। সেই কারণে তাদের আলাদা ঝুঁকি প্রভাতে হয় কারণ সেখানে আলাদা করে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয় তাদের। সেই কারণেই রাজ্যবাসীর সুবিধার্থে টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এবার বাংলাতেই দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, এই দুটি হাসপাতাল তৈরি হয়ে গেলে রাজ্যের মানুষকে ক্যান্সার চিকিৎসার জন্য আর বাংলার বাইরে যেতে হবে না।
আরও পড়ুন- মূল্যায়নে গুরুত্ব নবম-একাদশে, নম্বর বাড়ানোর চাপে নাজেহাল প্রধান শিক্ষকরা
উল্লেখ্য এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই সম্পর্কে কথা বলতে গিয়েই তিনি ক্যান্সার হাসপাতালে ঘোষণা করেছেন। অন্যদিকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে তিনি বলেছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, প্রাথমিকের পড়ুয়াদের পোশাক, স্কুল ব্যাগ ও জুতো দেওয়া হয়৷ এছাড়াও রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ৷ অনলাইন পড়াশোনার জন্য দ্বাদশের পড়ুয়াদের ট্যাপ বা স্মার্টফোন কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ১০ হাজার টাকা দিচ্ছে রাজ্য৷ এবার নিয়ে আসা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড৷ এই প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ছাত্রছাত্রীরা৷ এর জন্য গ্যারান্টার হবে রাজ্য সরকার৷