ব্রিগেডের মঞ্চ কাঁপালেন মিঠুন, প্রাত্কন সহযোদ্ধাকে নিয়ে একটি শব্দও খরচ করলেন না মমতা

ব্রিগেডের মঞ্চ কাঁপালেন মিঠুন, প্রাত্কন সহযোদ্ধাকে নিয়ে একটি শব্দও খরচ করলেন না মমতা

কলকাতা:  কয়েক বছর আগেও তৃণমূল নেত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে৷ রাজ্যসভার সাংসদ করে তাঁকে দিল্লি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী মনোনয়ন পেশ করার পর নবান্নে নিজের চেয়ে বয়সে ছোট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি৷ এর পর অনেক জল গড়িয়েছে৷ অনেক পালা বদলের পর আজ গেরুয়া শিবিরের সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ তবে প্রাক্তন সহকর্মীকে নিয়ে একটি বাক্যও খরচ করলেন না তৃণমূল নেত্রী৷ 

আরও পড়ুন-  সব থেকে বড় তোলাবাজ কে? শিলিগুড়ি থেকে চাঁচাছোলা আক্রমণ মমতার

রবিবাসরীয় ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা থেকে হাতে পদ্ম তুলে নিলেন মিঠুন৷ এক সময় সারদা কাণ্ডে নাম জড়িয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি৷ কিন্তু বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল তাঁর বিজেপি যোগের জল্পনা৷ বিশেষ করে মুম্বইয়ে তাঁর বাসভবনে গিয়ে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত দেখা করার পর থেকেই সেই জল্পনার পারদ চড়তে থাকে৷ আর আজ গেরুয়া শিবিরে আনুষ্ঠানিক অভিষেকের পর তিনি বললেন, ‘‘আজকের দিনটা তাঁর কাছে স্বপ্নের মতো৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে থাকাটা তাঁর কাছে সম্মানের৷’’ সেই সঙ্গে আজ ব্রিগেড তাতিয়ে যখন ডায়লগ দিচ্ছেন অভিনেতা, তখন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মিছিল করছেন মমতা৷ এর পর যখন মঞ্চ থেকে একের পর এক গোলা ছুঁড়লেন নমো, তখন শিলিগুড়িতে দাঁড়িয়ে ছক্কা হাঁকালেন দিদি৷ দিলেন খেলার চ্যালেঞ্জ৷ কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে মিঠুনকে নিয়ে তাঁর মুখে একটি শব্দও শোনা গেল না৷ একি নিছকই সৌজন্য? নাকি গভীর অভিমান? 

আরও পড়ুন- ওয়ান টু ওয়ান খেলার চ্যালেঞ্জ মমতার, মোদী বললেন দুর্নীতির অলিম্পিক খেলেছে তৃণমূল

কারণটা অবশ্য কাররই জানা নেই৷ আজ প্রকাশ্য মঞ্চে মিঠুনকে নিয়ে কোনও কথাই বলেননি মমতা৷ ঘনিষ্ঠ মহলেও এ প্রসঙ্গে বিশেষ কোনও কথা বলেছেন বলেও জানা যায়নি৷ এদিকে এদিন ফিল্মি কায়দাতেই মিঠুন বলেন, ‘‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে৷ এই ডায়লগটা তো থাকবেই৷’’ সেই সঙ্গে এবারের ভোট মনে রাখতে হবে, ‘‘আমি জলঢোড়াও নেই। বেলেবোড়াও নই। আমি হলাম জাত গোখরো, এক ছোবলে ছবি!’’ তাঁর এই কথাতেই লুকিয়ে ছিল প্রচ্ছন্ন হুমকি৷ ভোটের আগে বিজেপি’র হয়ে প্রচার যুদ্ধে নামবেন তিনি৷ তবে সম্ভবত ভোটে দাঁড়াবেন না৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *