বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, দাবি মমতার

বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, দাবি মমতার

কলকাতা: যে কোনও বিচারাধীন মামলার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। মিডিয়া ট্রায়াল মামলার ভাবমূর্তি নষ্ট করে। এমন মন্তব্য করে বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্ট্র্যান্ড রোডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণ ভবনের একটি অংশ আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করে দেওয়া হল। এই অনুষ্ঠানের মঞ্চেই বিচারব্যবস্থা নিয়ে বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- কয়লা পাচার মামলা এবার খনি অঞ্চলের ১০ পুলিশ আধিকারিককে ভবানীভবনে তলব CID

এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ প্রায় সব বিচারপতি ও বিশিষ্ট আইনজীবীরা। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল ভাবমূর্তি নষ্ট করে। রাজ্যের বদনাম হয়। তাই এই মিডিয়া ট্রায়াল বন্ধ হওয়া উচিত। আসলে তাঁর বক্তব্য মিডিয়া ট্রায়ালের কারণে আগে থেকেই অনেক কিছু বলে দেওয়া হয়। কিন্তু তার সঙ্গে চূড়ান্ত রায়ের কোনও যোগ থাকে না। তাই সরকারের বদনাম হয়। সে কারণে এটি বন্ধ করার দাবি তুললেন তিনি। মমতা আরও বলেন, সংবাদমাধ্যমে এমন কিছু আগেই দেখিয়ে দেওয়া হচ্ছে যে, বিচার যেন হয়ে গিয়েছে। মানুষের মধ্যে আগে থেকেই অন্য ধারণা তৈরি হচ্ছে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে সব বিচারপতিদের বসার জায়গা হচ্ছিল না। অনেকেই বসার জায়গা পাচ্ছিলেন না। তাই নব মহাকরণ ভবনের কয়েকটি দফতর সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এবং সেই জায়গাতেই আদালতকে কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হল। বাকি অংশ রাজ্য সরকার ব্যবহার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =