৫ মাস আগে এসেছিলেন হুইল চেয়ারে, আজ পায়ে হেঁটে ভোট দিলেন মমতা

৫ মাস আগে এসেছিলেন হুইল চেয়ারে, আজ পায়ে হেঁটে ভোট দিলেন মমতা

কলকাতা:  হাইভোল্টেজ ভবানীপুরে হাইপ্রোফাইল ভোট কেন্দ্র হল মিত্র ইনস্টিটিউশন৷ এই কেন্দ্রেই প্রতিবার ভোট দেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভোট দেয় তাঁর পুরো পরিবার৷ প্রতিবার সাধারণত ৪টের পর ভোট দিতে আসেন তিনি৷ কিন্তু আজ এলেন খানিকটা আগেই৷ ৩ টে ১০ মিনিট নাগাদ তিনি পৌঁছে যান মিত্র ইনস্টিটিউশনে৷ 

আরও পড়ুন- হেভিওয়েট প্রার্থীর আগমণ, ভোট দিলেন মমতা

মাত্র পাঁচ মাস আগেই এই বুথে ভোট দিতে এসেছিলেন মমতা৷ একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ তবে এই পাঁচ মাসে বদলে গিয়েছে অনেক কিছু৷ নন্দীগ্রামে পরাজয়ের পর পুনরায় ভবানীপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি৷ এটা তাঁর কাছে প্রেস্টিজ ফাইট৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আসন বাঁচানোর লড়াই৷ এই পাঁচ মাসে আরও একটি বদল ঘটেছে৷ মার্চ মাসে এই মিত্র ইনস্টিটিউশনেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন হুইল চেয়ারে বসে৷ নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন তিনি৷ তবে ভাঙা পায়েই খেলে দেখিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো৷ তবে এবার এলেন পায়ে হেঁটে৷ 

ভাগ্যের ফেরে পাঁচ মাসের মধ্যে ফের তিনি পা রাখলেন মিত্র ইনস্টিটিউটে৷ এবার প্রার্থী হয়ে৷ ঘড়িতে তখন ৩টে ১০৷ সাদা গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী৷ পায়ে হেঁটে ঢোকেন বুথ কেন্দ্রে৷ এদিন তাঁকে দেখা গেল হাসি মুখেই৷  উপস্থিত মানুষকে হাত জোড় করে নমস্কারও জানান তিনি৷ ইতিমধ্যে সপরিবারে ভোট দিয়েছেন ববি হাকিম৷ ভোট দিতে আসবেন অভিষেকও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =