হেভিওয়েট প্রার্থীর আগমণ, ভোট দিলেন মমতা

হেভিওয়েট প্রার্থীর আগমণ, ভোট দিলেন মমতা

কলকাতা: আজ রাজ্যের যে ৩ জায়গায় ভোট হচ্ছে তার মধ্যে সবথেকে চর্চিত ভবানীপুর। সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কখন ভোট দিতে আসবেন তা নিয়ে সকাল থেকেই চর্চা ছিল। তবে নিজের রীতি অনুযায়ী দুপুরের কিছু পরেই ভোট দিতে এলেন ভবানীপুরের হেভিওয়েট প্রার্থী। এদিন ৩ টের কিছু পরেই ভবানীপুরে ভোট কেন্দ্রে, মিত্র ইন্সটিটিউটে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা৷ তাই সকলেরই নজর সকাল থেকে ছিল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের দিকে৷ 

আরও পড়ুন- প্রিয়াঙ্কা চাইলে ওঁকে একটা চকলেট খাওয়াতে পারি! বললেন মদন

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভবানীপুরের উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মর্যাদার লড়াই৷ অন্যদিকে, বিজেপি’র কাছে এটা মুখ রক্ষার লড়াই৷ সিপিএমের কাছে এই লড়াই অস্তিত্ব রক্ষার৷ এই ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আসন পাকা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে, ভবানীপুর নিয়ে যে যাবতীয় অভিযোগ উঠেছিল বিজেপির তরফ থেকে তা খারিজ করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে মোট ২৩টি নিয়ম ভঙ্গের অভিযোগ আনে বিজেপি৷ ওয়েব ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখেন দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক৷ এর পরেই যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করে কমিশনে রিপোর্ট দেন৷ এমনটাই মুখ্য নির্বাচনি আধিকারিক দফতর সূত্রে খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 15 =