১৫ দিন অন্তর SSKM-এ যাবেন মুখ্যমন্ত্রী! কী কারণ

১৫ দিন অন্তর SSKM-এ যাবেন মুখ্যমন্ত্রী! কী কারণ

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর জোর দিতে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে যান তিনি এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে এবার থেকে ১৫ দিন অন্তর স্বাস্থ্য নিয়ে আলোচনা হবে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাসপাতালগুলি পর্যবেক্ষণ করবেন তিনি। কখনো কখনো তাঁর সঙ্গে থাকবেন মুখ্য স্বাস্থ্যসচিব, আবার কখনো কখনো মুখ্যসচিব থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর কারণ কী? আসলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য এবং শিল্পকে একসঙ্গে গুরুত্ব দিতে চাইছেন। 

এদিন মমতা জানান, শিল্প এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যা অসুবিধা রয়েছে তার সমাধান সূত্র খতিয়ে দেখতেই নির্দিষ্ট ব্যবধানে তিনি এসএসকেএম হাসপাতালে যাবেন বলে ঠিক করেছেন। সেখানে গিয়ে একদিনে যেমন হাসপাতাল পরিদর্শন করবেন তিনি, অন্যদিকে হবে শিল্প এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা। তিনি বলেন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের ব্যাপারে কথা বলতে একটা বোর্ড গড়েছেন তিনি, তাই সিদ্ধান্ত নিয়েছেন যে ১৫ দিন অন্তর ১০-১২ জনকে নিয়ে এখানে আলোচনায় বসবেন তিনি। যেহেতু স্বাস্থ্যভবন অনেকটা দূর তাই এই হাসপাতালেই বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার নতুন ক্যানসার হাসাপাতালের ব্যাপারেও আরও একবার জানান মমতা। হাসপাতাল তৈরি হচ্ছে বলেও সকলকে অবগত করেন তিনি। 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ‘সুপ্রিম’ ভাবনা রাজ্যের

আগেই নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে,  টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। যার একটি হবে কলকাতা এসএসকেএম-এ এবং অন্যটি হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।  মমতা বলেন, রাজ্যের প্রচুর মানুষকে ক্যান্সারের চিকিৎসা করাতে মুম্বই ছুটতে হয়। সেই সমস্যার সমাধান এই এবার টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মেলাবে রাজ্য সরকার। টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে বলে ঘোষণা করে দিয়েছেন তিনি। মমতার কথায়, বাংলার কমপক্ষে ২৫ শতাংশ ক্যান্সার রোগী মহারাষ্ট্রে যান টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাতে। সেই কারণে তাদের আলাদা ঝুঁকি প্রভাতে হয় কারণ সেখানে আলাদা করে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয় তাদের। সেই কারণেই রাজ্যবাসীর সুবিধার্থে টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এবার বাংলাতেই দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =