আমি ঘরে বসে থাকলে মানুষ বিজেপির যন্ত্রণা থেকে নিস্তার পাবে না: মমতা

আমি ঘরে বসে থাকলে মানুষ বিজেপির যন্ত্রণা থেকে নিস্তার পাবে না: মমতা

শালতোড়া: নন্দীগ্রামের দুর্ঘটনার পর গতকাল থেকেই নিজের নির্বাচনী প্রচার পুনরায় শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার শালতোড়া বিধানসভা এলাকার মেজিয়া হাই স্কুলের মাঠে জনসভায় বক্তব্য রেখেছেন তিনি। মমতা এদিন স্পষ্ট করেন যে তিনি ডাক্তারদের নিষেধাজ্ঞা না মেনে কেন এত তাড়াতাড়ি প্রচার শুরু করলেন। এই ইস্যুতে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন তিনি। এদিনও তাঁকে হুইলচেয়ারে বসে ভাষণ দিতে শোনা যায়।

এদিন মমতা বলেন, তিনি মাথায় অনেক বার আঘাত পেয়েছেন, কোমরে পেয়েছেন, কিন্তু সব আঘাত সহ্য করে নিয়েছেন। তবে পায়ে আঘাত লাগলে দাঁড়াতে না পারার যে যন্ত্রনা সেটা যারা পেয়েছেন তারাই বোঝেন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, চিকিৎসকদের নিষেধাজ্ঞা না মেনে তিনি এইভাবে এত তাড়াতাড়ি বাইরে বেরিয়েছেন কারণ, তিনি যদি ঘরে বসে থাকেন তাহলে সাধারণ মানুষকে বিজেপি যে যন্ত্রণা দেবে সেটা থেকে কেউ নিস্তার পাবে না। মমতার কথায়, নিজের যন্ত্রণা হলেও যাতে মানুষের যন্ত্রণা না হয়, সেই কারণেই তিনি এত তাড়াতাড়ি বেরোনোর সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি, বাংলা সহ গোটা ভারতের সাধারণ মানুষের যে কষ্টের পরিস্থিতি তা ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সারা দেশজুড়ে পেট্রোপণ্যের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। গ্যাসের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন গ্যাসে রান্না করা চিন্তার বিষয় হয়ে গিয়েছে। একইসঙ্গে ব্যাঙ্কিং সেক্টরের বিষয়ে কথা বলেও জনসভায় আগত সকলের নজর টানার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, রিজার্ভ ব্যাংকের ক্ষমতা খর্ব করা হয়েছে। এই পরিস্থিতিতে কেউ জানে না ব্যাংকে টাকা রাখলে তা ফেরত পাওয়া যাবে কিনা।

আরও পড়ুন- ভোট উত্তাপে ফুটছে বাংলা! কার দখলে কটি আসন? জানিয়ে দিল সি ভোটার সমীক্ষা

এই সভার পর আরও দু’টি সভা রয়েছে মমতার। ছাতনা বিধানসভা এলাকার অনুকূল ঠাকুর আশ্রম মাঠ এবং রাইপুর বিধানসভার রাইপুর সাবু সঙ্ঘের মাঠেও জনসভা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =