মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র, ঘাটাল নিয়ে রিপোর্ট বানাবেন মমতা

মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র, ঘাটাল নিয়ে রিপোর্ট বানাবেন মমতা

fa7dc489d3e75391b66412d1157c76ce

ঘাটাল: ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বারবার কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে কিন্তু তারপরেও ঘাটাল মাস্টারপ্ল্যানের অনুমোদন দেওয়া হচ্ছে না। এই রকম পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আরও বন্যা হবে। এর পাশাপাশি তিনি আবার কেন্দ্রীয় সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের আবেদন জানাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রায় দুপুর বারোটা নাগাদ ঢাকায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে ছিলেন সংসদ দেব এবং সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তাদের সঙ্গে বন্যাকবলিত এলাকা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে নিপীড়িত বহু মানুষকে ত্রাণ দেন। তারপর ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, পরিকল্পিতভাবে বন্যা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে বারংবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বলা হচ্ছে কিন্তু তারা অনুমোদন দিচ্ছে না। এইভাবে চলতে থাকলে এরপরেও বন্যা হবে। তবে মমতা জানান, এখানকার পরিস্থিতি তিনি দেখে কলকাতায় ফিরে রিপোর্ট তৈরি করবেন। মমতার চোখে ঘাটালের পরিস্থিতি খুবই ভয়াবহ। এর পাশাপাশি রাজ্যের প্রশাসনিক কাজ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। বলেন, ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না। প্রশাসনকে আরও বেশি করে কাজ করতে হবে এবং অনেক বেশি ক্যাম্প তৈরি করতে হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মৃত্যুশূন্য কলকাতা, সার্বিকভাবে নিয়ন্ত্রণে বাংলার করোনা গ্রাফ

এক দিকে করোনার প্রকোপ, অন্যদিকে বন্যা পরিস্থিতির জেরে নাজেহাল ঘাটালের মানুষজন। ইতিমধ্যে এবারের বন্যায় জেলায় মৃত্যু হয়েছে ১৯ জনের৷ এর মধ্যে দশ জনই ঘাটালের৷ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘাটাল মহকুমার বিস্তৃর্ণ এলাকা এখনও জলমগ্ন৷ ঘাটালের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং পুরসভার ১২টি ওয়ার্ড এখনও জলমগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *