মৃত্যুশূন্য কলকাতা, সার্বিকভাবে নিয়ন্ত্রণে বাংলার করোনা গ্রাফ

মৃত্যুশূন্য কলকাতা, সার্বিকভাবে নিয়ন্ত্রণে বাংলার করোনা গ্রাফ

be74056ba9495390bb9a48e3dc385c41

কলকাতা: দৈনিক আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু তুলনায় কমেছে বাংলায়, তবে সংক্রমণের হার নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। আরও একটা বড় চিন্তা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে কারণ এই জেলার সংক্রমণ কিছুতেই বাগে আনা যাচ্ছে না। আজও এই জেলায় সর্বাধিক আক্রান্ত করোনাতে। তবে সার্বিকভাবে রাজ্যের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও এখন নিয়ন্ত্রণে। সবথেকে বড় স্বস্তি, কলকাতা আবার মৃত্যু শূন্য এদিন। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত‌ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। সংক্রমণের শীর্ষে আবারো রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৭৫ জন। এরপরে রয়েছে দার্জিলিং, সেখানে একদিনে আক্রান্ত ৫৭ জন। তৃতীয় স্থানে রয়েছে নদিয়া, সেখানে আক্রান্ত ৪৯ জন। কলকাতায় আজ সংক্রমণ তুলনায় অনেকটাই কম, ৩৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জন। এদিকে একদিনে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন। এখনো পর্যন্ত রাজ্যের মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৪০ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টাতে সুস্থ হয়ে উঠেছেন ৭১৯ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৫ হাজার ৮০৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে রাজ্যের সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।

আরও পড়ুন- ফ্রন্টলাইন ওয়ার্কাররা ক্ষতিপূরণ পেল না কেন? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

এদিকে, করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সরকার বিশেষজ্ঞদের দিয়ে একটি সমীক্ষা করার উদ্যোগ নিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা কোভিড মোকাবিলায় রাজ্যের আন্তর্জাতিক পরামর্শদাতা কমিটির প্রধান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই নিয়ে নতুন করে একটি সমীক্ষা শুরু করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ‘‌ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিক সায়েন্সে’‌র যৌথ উদ্যোগে এই সমীক্ষায় তৃণমূল স্তরে কাজ করা স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের শামিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *