রামপুরহাট: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকেই নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বগটুই গ্রামে৷ কী বলবেন মুখ্যমন্ত্রী? সেটাই ছিল জানার৷ এদিন বগটুই পৌঁছে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে বিরোধীদের তোলা দাবিরও জবাব দিয়ে গেলেন তিনি৷ ঘোষণা করলেন ক্ষতিপূরণ৷
আরও পড়ুন- নিজেকে নির্দোষ বলছেন আনারুল! নেতৃত্বের সঙ্গে আলোচনা চান
এদিন মুখ্যমন্ত্রী জানান, যাঁদের বাড়িঘর পুড়ে গিয়েছে, তাঁদের সকলকে ঘর বানানোর জন্যে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ বৃহস্পতিবারই এই টাকা তুলে দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই ব্যাপারে কোনও কার্পণ্য চলবে না৷ প্রয়োজনে দু’লাখ টাকা পর্যন্ত দিতে হবে।’ পাশাপাশি ক্ষতিগ্রস্তদের হাতে আরও ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলেও জানান তিনি৷ এছাড়াও জখম তিন শিশুকে ৫০ হাজার টাকা করে এবং গুরুতর জখমদের এককালীন এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার৷
এছাড়াও দশটি পরিবারে একজন করে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন মমতা৷ তিনি বলেন, ‘‘মৃত্যুর বিকল্প আর্থিক ক্ষতিপূরণ বা চাকরি হতে পারে না। তবু প্রতিটি পরিবারের একজনের জন্য চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার।’’ তিনি বলেন, ‘‘আমার নিজের কোটা থেকে আমি ১০ জনকে চাকরি দেব।’’
এদিকে, বিজেপি’ তো বটেই বুধবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, রাজ্য সরকারকে বলব দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়৷ এদিন বগটুই পৌঁছেই অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনিরুলকে গ্রেফতার করার নির্দেশ দিলেন৷ সেই সঙ্গে বললেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি কিছু শুনতে চাই না। কড়া ব্যবস্থা নিন। একে পেলাম, ওকে পেলাম না— এ সব আমি শুনব না৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>