নিজেকে নির্দোষ বলছেন আনারুল! নেতৃত্বের সঙ্গে আলোচনা চান

নিজেকে নির্দোষ বলছেন আনারুল! নেতৃত্বের সঙ্গে আলোচনা চান

রামপুরহাট: উত্তপ্ত রামপুরহাট আজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে নির্দেশ দেন পুলিশকে। এরপর পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে তাঁকে গ্রেফতার করার জন্য। কিন্তু আনারুল নিজে দাবি করেছেন যে তিনি নির্দোষ। আসলে বগটুই গ্রামে নিহতদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে, যে ঘটনা ঘটেছে তার পেছনে আছে এই আনারুল। কিন্তু তিনি সেই অভিযোগ অস্বীকার করলেন।

আরও পড়ুন- গুলিবিদ্ধ তৃণমূল নেতার অস্ত্রপচার কলকাতায়, অবস্থার উন্নতি হয়নি

আনারুল দাবি করে জানিয়েছেন, ঘটনার সময় নিহত পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের মৃতদেহের সঙ্গে তিনি হাসপাতালেই ছিলেন। এমনকি তিনি হাসপাতাল থেকে থানায় গিয়েছিলেন সেই প্রমাণ নাকি সিসিটিভি ক্যামেরায় আছে। তিনি কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নন বলেই বক্তব্য তাঁর। আনারুল স্পষ্ট বলছেন যে, তিনি একেবারে নির্দোষ। পাশাপাশি তিনি কার্যত চ্যালেঞ্জের সুরে বলেছেন যে, তিনি যে ঘটনার সময় গ্রামে ছিলেন তা কেউ দেখাতে পারবে না। তবে নিহতদের পরিবারের দাবি, তাঁর নেতৃত্বেই ঘরে ঘরে আগুন লাগানো হয়েছিল এবং পুলিশকেও তিনি বাধা দিয়েছিলেন। আজ বগটুই গ্রামে গিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করবে পুলিশ৷ অভিযোগ পেয়েও সময় মতো ব্যবস্থা গ্রহণ করেনি আনারুল৷ সময় মতো পুলিশ পাঠালে হয়তো এই ঘটনা আটকানো সম্ভব হতো৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যেখান থেকে হোক গ্রেফতার করতে হবে।”  

এদিন মুখ্যমন্ত্রী গ্রামে আসার কিছুক্ষণ আগেই বগটুইয়ে ফিরিয়ে আনা হয়েছে নিহতদের পরিবারকে৷ এদিন পৃথক পৃথক ভাবে ভাদু শেখের পরিবার ও ৮ জন নিহতের পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী৷ অকুস্থলে দাঁড়িয়ে গোটা বিষয়টি বোঝার চেষ্টা করছেন তিনি৷ উল্লেখ্য, সোমবারের ঘটনার পর থেকেই গ্রামছাড়া ছিল ভাদু শেখ ও ৮ নিহতের পরিবারের সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =