অবশেষে ডিএ ঘোষণা রাজ্যের! কত শতাংশ মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা?

অবশেষে ডিএ ঘোষণা রাজ্যের! কত শতাংশ মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা?

কলকাতা:  বকেয়া মহার্ঘভাতা বা ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীদের সংগঠনগুলি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ সম্প্রতি শহিদ মিনার ময়দানে প্রতীকী অনশন ও লাগাতার অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা৷ ডিএ নিয়ে এই আন্দোলনের মধ্যেই রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষপর্যন্ত ৩ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি৷ 

আরও পড়ুন- বাজেট: যুবসমাজের জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন অর্থবর্ষের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকেই নতুন হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না। রাজ্য নিজের  টাকা দিয়েই সব করছে। আর্থিক অনটনের মধ্যেই এই মহার্ঘভাতা বাড়ানোর চেষ্টা করা হল। এরজন্য প্রতিমাসে রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে অতিরিক্ত ১৬০ কোটি টাকা।

বর্তমানে সরকারি কর্মচারীদের ৩৫টি সংগঠনের যৌথ মঞ্চ শহিদ মিনারে অবস্থান করছে। তাদের মূল দাবি, বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে৷ সেই বকেয়ার শতাংশ অনেকটাই। তবে এখনই সম্পূর্ণ টাকা মিলবে না৷ মাত্র ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে মোটেই ভালো চেখে দেখছে না সরকারি কর্মচারী সংগঠনগুলি৷ ডিএ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷