দেশের মাটি কি বিক্রি হয়? এবার বলবে চোখ, নাক, কান, জিভ বিক্রি করে দাও, তোপ মমতার

দেশের মাটি কি বিক্রি হয়? এবার বলবে চোখ, নাক, কান, জিভ বিক্রি করে দাও, তোপ মমতার

e2a5ed043882483cf25f0a7c0c3e0982

কলকাতা:   কেন্দ্রের নয়া নীতি ন্যাশনাল মানিটাইজেশন পলিসি নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে  তিনি বলেন,  সারা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি৷ রেল স্টেশন, পোস্ট অফিস, ইনস্যুরেন্স, ব্যাঙ্ক, এয়ারপোর্ট থেকে পাবলিক সেক্টর সব কিছু বিক্রি করে দেবে কেন্দ্রের সরকার৷ দেশের মাটি কখনও বিক্রি হয়? দেশের পরিত্র মাটি বিক্রি করার মানে কী?

আরও পড়ুন- ক্ষমতায় এসে চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে, সরকারে থেকে ভোগ নয়,লড়াই করছি: মমতা

মুখ্যমন্ত্রী বলেন, একদিন এই দেশের মাটিতে রেলপথ তৈরি হয়েছিল।  গোটা বিশ্বে যখন এয়ার ইন্ডিয়ার কোনও বিমান দেখি তখন গর্বে বুক ভরে ওঠে৷ সেটা বিক্রি করে দিতে হবে? কৃষক থেকে শুরু করে সাধারণ কর্মী, বহু মানুষ ইনস্যুরেন্স করে রেখে দিয়েছে৷ লাইফ ইনস্যুরেন্সকেও বিক্রি করে দিতে হবে? কোল, সেল, রেল স্টেশন সব বিক্রি করে দিতে হবে? নিজের চোখটা কবে বিক্রি করবেন? জনগণকে একদিন বলবে, তোমার চোখ, নাক, কান, জিভ বিক্রি করে দাও৷ আর কত পেলে থামতে পারবে? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রেল কি বিজেপির জায়গা? তাহলে প্ল্যাকার্ডে লিখুন রেল বিজেপির জায়গা। এ পরেই গর্জে উঠে তিনি বলেন, এর বিরুদ্ধে প্ল্যাকার্ডে লিখে মিছিল করতে হবে৷ এটা ছাত্রদের দায়িত্ব৷ স্টেশনে স্টেশনে লিখে দিতে হবে, স্টেশনটা বিজেপি’র নয় ভারতের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *