ক্ষমতায় এসে চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে, সরকারে থেকে ভোগ নয়,লড়াই করছি: মমতা

ক্ষমতায় এসে চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে, সরকারে থেকে ভোগ নয়,লড়াই করছি: মমতা

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়ালি বক্তৃতা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি বলেন, ছাত্র যুব রাজনীতির শিকড় অনেক গভীরে নিমজ্জিত৷ অবহেলিত, অসহায় মানুষ থেকে শুরু করে সকলকে নিয়ে পথ চলা শুরু করে ছাত্রছাত্রীরা৷ কিন্তু বিগত কয়েক বছর দেখা গিয়েছে ছাত্রছাত্রীরা আর সে ভাবে রাজনীতিতে এগিয়ে আসছে না৷ আমরা চাই রাজনীতির নতুন সমীকরণ হোক, সংস্কার হোক৷ রাজনীতি মানুষের সেবার জায়গা হোক৷ 

আরও পড়ুন- নথি ছাড়াই চাকরিতে বহাল শিক্ষক, মামলা হতেই কেঁচো খুঁড়তে কেউটে

মুখ্যমন্ত্রীর কথায়, ক্ষমতায় এসে আমাদের চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে৷ বিরোধী দলে থেকে ৩০ বছর প্রাণপণ পরিশ্রম করেছি৷ সারা শরীরে রক্ত ঝরেছে৷ লাঠি গুলি বোমা কিছুই বাদ যায়নি৷ অনেক অকথা, কুকথা, অর্ধসত্য শুনতে হয়েছে৷ এর পরেও দমিনি৷ আর ক্ষমতায় থেকেও মানুষকে ভালোবাসাই আমাদের প্রধান কাজ৷ তিনি বলেন, এখনও লড়াই করছি আমরা। আমরা তো সরকারে আছি। লড়াই নাও করতে পারিনি। ভোগ করতে পারি। কিন্তু ক্ষমতায় এসে আমাদের লড়াই আরও বেড়েছে।দিল্লি যখন রাজনীতিতে এঁটে উঠতে পারে না৷ তখন এজেন্সিকে ব্যবহার করে৷ মানবাধিকার কমিশনকে শ্রদ্ধা জানাতাম৷ মানবাধিকার কমিশন করার জন্য কলকাতার বুকে ২১ দিন ধর্না করেছিলাম৷ কিন্তু এখন তাদের আচরণে লজ্জা লাগে৷ এই আন্দোলনের সময় যাঁরা ছিল, তাঁরা এখনও পাশে আছে৷ আর যাঁরা চলে গিয়েছিল, তাঁরা ফিরে আসছে৷ কারণ এ ঘর ছাড়লে আর ভালোবাসার ঘর খুঁজে পাওয়া যায় না৷  

আরও পড়ুন- মাথার ঘায়ে কুকুরের পাগল হওয়ার অবস্থা! উপনির্বাচন নিয়ে কটাক্ক দিলীপের

প্রসঙ্গত, আজই অভিষেক ও রুজিরাকে দিল্লি তলব করেছে সিবিআই৷ অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানববাধিকার কমিশনে কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে৷ যা নিয়ে শুরু হয়েছে তরজা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =